যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এ নিয়ে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হামলায় ২৮০ ফিলিস্তিনি নিহত হলেন। বৃহস্পতিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ একথা জানিয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে বানি সুহেইলায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। পরে সেখান থেকে তিনজনের লাশ ও আহত অবস্থায় কমপক্ষে ১৫ জন আহত উদ্ধার করা হয়।
এরআগে বুধবার, বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত হন। এছাড়া আহত হয়েছেন ৭৭ জন।
ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন, মানবাধিকার গোষ্ঠী এবং সরকারি সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ৩৯০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ১১ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় ২৮০ ফিলিস্তিনি নিহত ও ৬৭২ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরো এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
আরএ