হোম > বিশ্ব

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল

আমার দেশ অনলাইন

দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। পশ্চিমবঙ্গের হুগলির ধনেখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে ২ জানুয়ারি থেকে চলছে বিশ্ব ইজতেমার কার্যক্রম।

প্রায় ৬০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে চলা ইজতেমা শেষ হবে ৫ জানুয়ারি দুপুরে। ভারতের বিভিন্ন রাজ্য ও বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইজতেমায় আগত মুসল্লিদের জন্য জন্য রাখা হয়েছে একাধিক ব্যবস্থা। প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষ শুক্রবার ইজতেমা প্রাঙ্গণে জুমার নামাজে অংশ নিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইজতেমা ময়দানের আশপাশে ১৭০ শয্যাবিশিষ্ট অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। সেখানে সব রকম চিকিৎসার ব্যবস্থার করা হয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিযুক্ত আছেন।

নেপালের বিরাট নগর থেকে ইজতেমায় অংশ নিতে আসা কামাল উদ্দিন বলেন, এ নিয়ে আমি পাঁচটা ইজতেমায় এসেছি। এর আগে বিভিন্ন জায়গায় ঘুরেছি। ধর্মের কথা শুনতে আমি বারবার আসি। এর আগে গয়া, কিশানগঞ্জ, বাঁকড়া, নেপালের ইজতেমায় অংশ নিয়েছি।

ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র বলেন, ‘ধনিয়াখালী বিধানসভা এলাকায় বিশ্ব ইজতেমা ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রশাসনের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধি হিসেবে ইজতেমা যারা আসছেন তাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা করেছি। সব মুসলিম ধর্মপ্রাণ মানুষ মধ্যে একটি প্রতিক্রিয়া আছে যে বিশ্ব ইজতেমার সঙ্গে কোনো রাজনীতির যোগাযোগ নেই।

ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

বাংলাদেশ-পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক, যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’: ওএইচসিএইচআর

ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে পাঁচ দেশ

‘ইরানকে আবার মহান করুন’ লেখা টুপি দিয়ে কী ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?

ইরানে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩৫

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১৪

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় পুনরায় যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ফিলিস্তিনি দূতাবাস