ভেনিজুয়েলা উপকূলের ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানে হামলার পক্ষে সাফাই গেয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
তাদের দাবি, এখন পর্যন্ত চালানো ২১টি হামলায় ৮২ জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। প্রতিটি হামলার মাধ্যমে ২৫ হাজার মার্কিন নাগরিকের মাদক সেবনজনিত সম্ভাব্য মৃত্যু ঠেকানো গেছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলে একটি ভিন্ন পরিকল্পনা রয়েছে আমাদের।
উইলসন বলেন, ‘সব কিছুর জন্য একটি আকস্মিক পরিকল্পনা রয়েছে। আমরা একটি পরিকল্পনাকারী সংস্থা—যদি বিশ্বজুড়ে কিছু ঘটে, তখনকার জন্য আমাদের প্রতিক্রিয়া পরিকল্পিত এবং প্রস্তুত রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মাদক সন্ত্রাসীদের নির্মূল করা এবং আমেরিকান জনগণকে বিষাক্ত করে তুলছে এমন হুমকির মূলোৎপাটন করা। আমরা যে প্রতিটি নৌকায় হামলা চালাই তা ২৫ হাজার মার্কিন নাগরিকের জীবন বাঁচায়। এটি স্বদেশ রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মিশন এবং আমরা এর অংশ হতে পেরে গর্বিত।’
ভেনিজুয়েলার সামরিক বাহিনী বা সরকারের বর্তমান সদস্যদের মাদুরো-পরবর্তী প্রশাসনে ভূমিকা থাকবে কি না, তা নির্ধারণের জন্য ট্রাম্প প্রশাসন যে প্রক্রিয়া ব্যবহার করবে সে সম্পর্কে উইলসন বলেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি দৃঢ় সংকল্প। তবে আমি আপনাকে বলতে পারি যে, আমরা এখন পর্যন্ত যাদের আঘাত করেছি, তারা প্রত্যেকেই একজন মাদক সন্ত্রাসী। আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে এবং আমরা এর পক্ষে আছি।’ সূত্র : টিআরটি ওয়ার্ল্ড