ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরবর্তী নির্বাচনে প্রার্থী হিসেবে চান না দেশটির বেশির ভাগ নাগরিক।
দেশটির চ্যানেল ১২-এর প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, দেশটির ৫২ শতাংশ নাগরিক মনে করেন, নেতানিয়াহুর পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়।
এদিকে ৪২ শতাংশ ইসরাইলি বলেছেন, লিকুদ পার্টির নেতা হিসেবে নেতানিয়াহুর আবারও প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।
৭ শতাংশ ইসরাইলি বলেছেন, তারা নেতানিয়াহুর প্রার্থিতা নিয়ে সংশয়ে আছেন।