হোম > বিশ্ব

ফাঁস হওয়া ২৮ দফা রাশিয়া–ইউক্রেন শান্তি কাঠামো ‘শুধু মানচিত্র’, পরিকল্পনা নয়: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র প্রণীত ২৮ দফার শান্তি কাঠামো আসলে কোনো চূড়ান্ত শান্তি পরিকল্পনা নয়, বরং “একটি মানচিত্র” বা ধারণামূলক খসড়া মাত্র। তাঁর প্রশাসন মস্কো ও কিয়েভের মধ্যে সমাধানের দিকে “অগ্রগতি” করছে বলেও তিনি দাবি করেন।

থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ান–এ সাংবাদিকদের তিনি বলেন, “ওটা শুধু একটা মানচিত্র ছিল। কোনো পরিকল্পনা নয়। ওটা একটা ধারণা।”

তিনি জানান, ‘‘দলের আলোচনায় ২৮ দফার প্রতিটি বিষয় নিয়ে কাজ চলছে। ২৮ দফা থেকে এখন আমরা ২২-এ চলে এসেছি…অনেকগুলো ইস্যু সমাধান হয়েছে, এবং খুবই অনুকূলভাবে হয়েছে। দেখা যাক কী হয়।”

ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন “ভাল আলোচনা” করছে। তিনি বলেন, “আমরা রাশিয়ার সঙ্গে কথা বলছি…ইউক্রেনও ভালো করছে। আমার মনে হয় তারা এ নিয়ে বেশ খুশি। আমি চাই এটা শেষ হোক… আমরা অগ্রগতি করছি।”

রাশিয়ার কাছ থেকে কী ধরনের ছাড় আদায় করা হবে—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, মস্কো ইতোমধ্যেই “বড় ছাড়” দিচ্ছে। তারা যুদ্ধ বন্ধ করবে এবং আর কোনো এলাকা দখল করবে না।

ট্রাম্প আরও বলেন, বিষয়টি “জটিল প্রক্রিয়া”, এবং খুব দ্রুত আগানোর মত না।

ট্রাম্প আরো বলেন, ইউরোপ দ্রুত যুদ্ধ শেষ করতে চাপ দিচ্ছে। ইউরোপ চায় এটা যত দ্রুত সম্ভব শেষ হোক।

ডেডলাইন আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমার কাছে ডেডলাইন হলো—এটা যখন শেষ হবে…সবাই এই লড়াইয়ে ক্লান্ত।”

পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প দূত

তিনি জানান, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন–এর সঙ্গে বৈঠক করবেন। তাঁর জামাতা জ্যারেড কুশনারও উইটকফের সঙ্গে যেতে পারেন।

ফাঁস হওয়া কাঠামো ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করতে পারে

এই মাসের শুরুর দিকে ফাঁস হওয়া ২৮ দফার খসড়া অনুযায়ী, ইউক্রেনকে রাশিয়ার কাছে অতিরিক্ত এলাকা ছাড় দেওয়া, সেনাবাহিনীর আকার কমানো এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা ত্যাগ করতে হতে পারে।

ট্রাম্প প্রশাসনের শান্তি প্রচেষ্টা অব্যাহত থাকলেও, এ কাঠামো ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভবিষ্যত নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন তুলেছে।

এসআর

তুরস্কে উন্নত জেট প্রশিক্ষক হুরজেটের ব্যাপক উৎপাদন শুরু

মার্কিন যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার কিছু দিক ইতিবাচক: রাশিয়া

যৌথ নিরাপত্তা উদ্যোগে পাকিস্তান–সৌদি আরবের সমঝোতা

গাজায় ‘অ্যাম্পিউটি’ ফুটবল: ধ্বংসস্তূপের মাঝেও আশা

মার্কিন ‘হুমকি’র বিরুদ্ধে ভেনেজুয়েলায় হাজারো মানুষের মিছিল

যুক্তরাষ্ট্র থেকে ৩০ কোটি ডলারের সয়াবিন কিনল চীন

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

মার্কিন হেফাজত থেকে মুক্তি পেলেন তুর্কি বিজ্ঞানী

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত

দুই বছরে ইসরাইলি হামলায় ৩৩ হাজার ফিলিস্তিনি নারী-শিশু নিহত