হোম > বিশ্ব

তাইওয়ান ঘিরে চীনের টানা দ্বিতীয় দিনের সামরিক মহড়া

আমার দেশ অনলাইন

তাইওয়ানকে ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো লাইভ-ফায়ার সামরিক মহড়া চালিয়েছে চীন। ‘জাস্টিস মিশন ২০২৫’ নামে দুই দিনের এই মহড়ায় স্বশাসিত দ্বীপটির গুরুত্বপূর্ণ বন্দর অবরোধের অনুশীলন এবং সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলার সিমুলেশন করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং। তবে তাইওয়ান এই পদক্ষেপকে চীনের “সামরিক ভীতি প্রদর্শন” হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে আসছে। মঙ্গলবার সকালে গ্রিনিচ সময় ভোর ১টার দিকে তাইওয়ানের মূল ভূখণ্ডের নিকটবর্তী চীনা দ্বীপ পিংতানে অন্তত ১০টি রকেট উৎক্ষেপণ করা হয়। আকাশে সাদা ধোঁয়ার রেখা রেখে ছোড়া এসব রকেটের বিকট শব্দে এলাকাজুড়ে কম্পন সৃষ্টি হয়।

এই দৃশ্য দেখতে উপকূলজুড়ে পর্যটক ও স্থানীয়দের ভিড় জমে, অনেকে মোবাইলে ভিডিও ও ছবি ধারণ করেন। পরে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানায়, মঙ্গলবার সকাল ৯টায় ইস্টার্ন থিয়েটার কমান্ডের অধীনে তাইওয়ানের উত্তরের জলসীমায় দীর্ঘ-পাল্লার লাইভ-ফায়ার মহড়া পরিচালনা করা হয়েছে এবং লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।

এই শক্তি প্রদর্শন এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বড় পরিসরে অস্ত্র বিক্রি করেছে এবং জাপানের প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, তাইওয়ানের বিরুদ্ধে বলপ্রয়োগ হলে টোকিও সামরিক প্রতিক্রিয়ার কথা বিবেচনা করতে পারে।

এর আগে সোমবার চীন সতর্ক করে জানায়, “বহিরাগত শক্তি” যদি তাইপেকে অস্ত্র সহায়তা দেয়, তবে তাইওয়ান প্রণালী দ্রুত সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পরিণত হতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তাইওয়ানের সঙ্গে চীনের “পুনঃএকত্রীকরণ” ঠেকানোর সব প্রচেষ্টাই ব্যর্থ হবে।

পিএলএ জানিয়েছে, মহড়ার অংশ হিসেবে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, যুদ্ধবিমান ও বোমারু বিমান মোতায়েন করা হয়। এতে শনাক্তকরণ ও যাচাই, সতর্কতা ও বিতাড়ন, সিমুলেটেড স্ট্রাইক, সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আক্রমণ, পাশাপাশি আকাশ ও সাবমেরিন-বিরোধী অভিযানের অনুশীলন করা হয়েছে। ইস্টার্ন থিয়েটার কমান্ডের দাবি, উত্তর ও দক্ষিণ জলসীমায় এই কার্যক্রমের মাধ্যমে সমুদ্র-আকাশ সমন্বয় এবং অবরোধ সক্ষমতা যাচাই করা হয়েছে।

চীনা সামরিক মুখপাত্র শি ই বলেন, এই মহড়া ‘তাইওয়ান স্বাধীনতা’পন্থী শক্তির বিরুদ্ধে একটি “কঠোর সতর্কবার্তা” এবং সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় এটি “বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ”।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি জানায়, কিলুং ও কাওশিয়ুংসহ তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দর অবরোধ ছিল মহড়ার প্রধান থিম। চীনা কর্তৃপক্ষ তাইওয়ানের চারপাশে পাঁচটি বড় এলাকায় এই মহড়ার মানচিত্র প্রকাশ করেছে, যা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলার কথা।

তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনের ঘোষিত মহড়া এলাকা—কিছু ক্ষেত্রে উপকূল থেকে মাত্র ১২ নটিক্যাল মাইল দূরে—আন্তর্জাতিক নৌ ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। প্রেসিডেনশিয়াল অফিসের মুখপাত্র কারেন কুও বলেন, আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে প্রতিবেশী দেশগুলোকে হুমকি দেওয়ার এই সামরিক তৎপরতা নিন্দনীয়।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দ্বীপটির আশপাশে ১৩০টি চীনা সামরিক বিমান, ১৪টি নৌযান এবং আটটি অন্যান্য সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। তাদের মতে, এই মহড়া চীনের আগ্রাসী মনোভাবকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।

এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে তাইওয়ানের চারপাশে বড় পরিসরে লাইভ-ফায়ার মহড়া চালিয়েছিল চীন, যা তখনও তাইপের তীব্র প্রতিবাদের মুখে পড়ে।

খালেদা জিয়ার মৃত্যুতে জার্মান দূতাবাসের শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোকপ্রকাশ

খালেদা জিয়া পাকিস্তানের নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন: শাহবাজ শরিফ

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা ঘনিষ্ঠতায় ভারতের নীতি বদলের ইঙ্গিত

ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতির বিনিময়ে আর্থিক প্রস্তাব প্রত্যাখ্যান মিশরের

সোমালিল্যান্ড ইস্যুতে ইসরাইলের সাথে সৌদির সম্পর্ক ‘জটিল’ হলো

গাজা থেকে আটক ১০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ২ বিলিয়ন ডলারের সহায়তা, বাংলাদেশসহ পাবে ১৭ দেশ