হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি আক্রমণের কোনো সামরিক যুক্তি নেই: ওবামা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কোনো স্থানকে আরো ধ্বংস করতে ক্রমাগত হামলা চালানোর কোনোই যৌক্তিকতা নেই। আয়ারল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের পক্ষেও যুক্তি দেন।

তিনি বলেন, যারা ওই হামলার সঙ্গে সরাসরি জড়িত নয়, তাদের এটা বলার সময় হয়েছে যে, শিশুরা ক্ষুধার্ত থাকতে পারে না। এছাড়া ধ্বংসস্তূপের মধ্যেও কোনো সামরিক আগ্রাসন চলতে পারে না।

গাজার চলমান মানবিক দিকটি উপেক্ষা করা গ্রহ‍ণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলের পাশে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে ইসরাইলের নিরাপত্তার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

গাজা যুদ্ধ সম্পর্কে সাবেক এই প্রেসিডেন্টের মন্তব্য এমন সময় এসেছে, যখন বিশ্বনেতারা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে জড়ো হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে ঘিরে জাতিসংঘের চলমান বৈঠক রীতিমতো উত্তাল।

সাধারণ অধিবেশনের ভাষণে শুক্রবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তবে তার ভাষণের সময় বেশিরভাগ দেশের প্রতিনিধি সভা থেকে বের হয়ে যান।

সংঘাত নিরসনে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক নেতাদের সমালোচনা করে বারাক ওবামা বলেন, নেতানিয়াহুর সঙ্গে সব বিষয়ে একমত না হওয়ায় তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না।

এ সময় তিনি হামাসের আক্রমণেরও সমালোচনা করেন। তিনি বলেন, কোনোরকম সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়।

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যের মামলা

কারাবন্দি ইমরান খানের অবস্থা নিয়ে জাতিসংঘ বিশেষ দূতের উদ্বেগ

‘রেড লাইন’ অতিক্রম করলে রাজনীতি শেষ: পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান

ইউরোপে তীব্র খরার শঙ্কা

ভারতকে কী বার্তা দিতে চান ট্রাম্প

থাই-কম্বোডিয়া সীমান্তে গোলাগুলি অব্যাহত, ২১ জনের মৃত্যু

চীন থেকে ইরানগামী পণ্যবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা

নোবেলজয়ী নার্গেস মোহাম্মদিকে গ্রেপ্তার করল ইরান

বাংলাদেশি ক্রুসহ ওমান উপসাগরে ট্যাংকার জব্দ করল ইরান