হোম > বিশ্ব

গাজায় আতঙ্ক ছড়াচ্ছে ইসরাইলের বিস্ফোরক রোবট

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর হাজার হাজার মানুষ গাজা সিটিতে তাদের বিধ্বস্ত বাড়িতে ফিরে এসেছে। জাবালিয়া, শেখ রাদওয়ান, আবু ইসকান্দার এবং এর বাইরেও লোকজন ফিরে আসছেন। ফিরে এসে দেখতে পাচ্ছেন, ধ্বংসস্তূপের মধ্যে এখনো ইসরাইলের অবিস্ফোরিত রোবট পড়ে রয়েছে। খবর আল জাজিরার।

কেউ নিশ্চিত নয়, সকল অবিস্ফোরিত রোবটগুলো কোথায় লুকিয়ে আছে। গাজার বাসিন্দারা জানেন না, তারা কখন কোন রোবটের মুখোমুখি হবেন। এই সব অবিস্ফোরিত রোবট আতঙ্ক ছড়াচ্ছে গাজা উপত্যকাজুড়ে।

২০২৪ সালের মে মাসে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনী প্রথমবারের মতো ‘রোবট’ ব্যবহার করে। এরপর থেকে উত্তর গাজায় রোবট আতঙ্কে পরিণত হয়।

ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর গত পয়লা সেপ্টেম্বর এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এবারের যুদ্ধবিরতির আগে ব্যাপকহারে রোবট মোতায়েন করে ইসরাইল। গাজা সিটি ও জাবালিয়ায় প্রতিদিন প্রায় ৩০০ আবাসিক ইউনিট ধ্বংস করতে এগুলো ব্যবহার করা হত।

রোবটগুলো মূলত সাঁজোয়া যান, যেগুলোর ভেতর বিস্ফোরক ভর্তি করা হয়। এরপর সেগুলোকে সাঁজোয়া বুলডোজার দিয়ে টেনে নির্দিষ্ট এলাকায় নিয়ে গিয়ে দূরনিয়ন্ত্রণে বিস্ফোরণ ঘটানো হয়—যা চারপাশের সবকিছু গুঁড়িয়ে দেয়।

গাজা সিটি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, এসব রোবটের ‘ধ্বংস পরিধি প্রায় ৫০০ মিটার’ পর্যন্ত বিস্তৃত ছিল এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ছিল ‘বিস্ময়কর মাত্রার’।

জাবালিয়ার ২২ বছর বয়সী শরিফ শাদি বলেন, ‘বিস্ফোরক রোবট যখন ঢোকে, কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ব্লকটা ধ্বংস হয়ে যায়। শুধু ধ্বংসস্তূপ আর ধোঁয়া থাকে।’

আরএ

৫০০ বছর পর পোপের সঙ্গে প্রার্থনায় ব্রিটিশ রাজা

মিশর-ইইউ ৪ বিলিয়ন ইউরোর চুক্তি

আবারো রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা, তীব্র নিন্দা চীনের

বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ৩ শতাংশ বেড়েছে

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ইইউ নিষেধাজ্ঞায় সমর্থন দেবে ইতালি

ফিলিস্তিন নিয়ে ওমান সুলতানের সঙ্গে যে আলোচনা হলো এরদোয়ানের

ইসরাইলকে নিষেধাজ্ঞা দিতে ইহুদিদের আহ্বান

আইওসির চাপেও ইসরাইলি জিমন্যাস্টদের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া

ইউক্রেনকে ১৫০টি গ্রিপেন যুদ্ধবিমান দিচ্ছে সুইডেন

আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, গ্রেপ্তার ২৩