হোম > বিশ্ব

মার্কিন প্রবৃদ্ধি জোরদার হলেও চাকরি বৃদ্ধি দুর্বল ও মুদ্রাস্ফীতি স্থির

আন্তর্জাতিক ডেস্ক

ব্যবসায়িক বিনিয়োগের উত্থান দুর্বল ভোক্তা ব্যয় ও বৈশ্বিক বাণিজ্যের মন্দা সত্ত্বেও মার্কিন অর্থনীতিকে প্রায় স্বাভাবিক গতিতে এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ব্যবসায়িক অর্থনীতিবিদ সমিতি (NABE) এর এক জরিপ। তবে কর্মসংস্থান বাড়ার ধীরগতি, বেকারত্ব বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি স্থিতিশীল থাকার আশঙ্কা অর্থনৈতিক পূর্বাভাসকে কিছুটা নেতিবাচক করেছে। খবর: রয়টার্স

জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের মতে, ট্রাম্প প্রশাসনের নতুন আমদানি শুল্ক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অর্ধ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে, কারণ এতে আমদানি-রপ্তানি উভয়ই হ্রাস পাচ্ছে এবং পণ্যের দাম বাড়ছে।

ফেডারেল রিজার্ভের পছন্দের মূল্যসূচক পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারস (PCE) অনুযায়ী মুদ্রাস্ফীতি এ বছরের শেষে ৩ শতাংশে নামবে বলে ধারণা করা হয়েছে যা জুনের ৩ দশমিক ১ শতাংশ পূর্বাভাসের চেয়ে সামান্য কম। তবে ২০২৬ সালে এটি মাত্র ২ দশমিক ৫ শতাংশে নামবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে জুনে পূর্বাভাস ছিল ২ দশমিক ৩ শতাংশ অর্থাৎ মুদ্রাস্ফীতি ২ শতাংশ লক্ষ্যে ফেরার প্রক্রিয়া ধীর গতির।

অর্থনীতিবিদরা অনুমান করছেন, এ বছরের বাকি সময়ে মাসে গড়ে মাত্র উনত্রিশ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে, আর আগামী বছর তা বাড়বে পঁচাত্তর হাজারে। যা জুনের সাতানব্বই হাজার পূর্বাভাসের চেয়ে কম।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কম্পিউটার প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধিই বেকারত্ব বাড়ার কারণ হতে পারে বলে মনে করেন জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদরা।

সীমান্তে ফের সংঘাতে জড়াল থাইল্যান্ড-কম্বোডিয়া

মুর্শিদাবাদে বাবরি মসজিদ ও রামমন্দিরের রাজনীতি

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে: বেনিন সরকার

শান্তির জন্য ইসরাইল সরকারের পুনর্গঠন প্রয়োজন

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শিগগিরই শুরু: নেতানিয়াহু

ইউক্রেন, যুক্তরাজ্য ও জার্মান নেতাদের সঙ্গে সোমবার ম্যাক্রোঁর বৈঠক

চীন-জাপানের যুদ্ধবিমান সংঘর্ষে নতুন উত্তেজনা

হংকংয়ে আইন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ইউক্রেন শান্তিচুক্তি ‘শেষ ধাপে’: মার্কিন দূত