হোম > বিশ্ব

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। পরদিন ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু সাক্ষাৎ করবেন বলে জেরুজালেমে এক ইসরাইলি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

চলতি বছরে ট্রাম্পের সঙ্গে এটি হবে নেতানিয়াহুর পঞ্চম বৈঠক। গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা যখন চাপ বাড়াচ্ছে, ঠিক সেই সময়েই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, বড়দিনের ছুটিতে নেতানিয়াহুর সঙ্গে ফ্লোরিডায় দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বৈঠকের সময় তখনো চূড়ান্ত না হলেও নেতানিয়াহু সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন।

ইসরাইলি দৈনিক ইদিয়োথ আহরোনোথ জানিয়েছে, বৈঠকে ইরান ইস্যু, ইসরাইল-সিরিয়া নিরাপত্তা চুক্তি, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির পরবর্তী ধাপসহ বিভিন্ন আঞ্চলিক বিষয় আলোচনায় আসতে পারে।

অক্টোবরে ওয়াশিংটন ও আঞ্চলিক মিত্রদের মধ্যস্থতায় গাজায় যে যুদ্ধবিরতি চুক্তি হয়, তার দ্বিতীয় ধাপে অগ্রগতি এখনো ধীর। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে, আর মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন—প্রক্রিয়াটি ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে।

চুক্তির দ্বিতীয় ধাপে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, হামাসের পরিবর্তে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষের শাসন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং হামাসের অস্ত্র সমর্পণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যা বড় জটিলতা সৃষ্টি করেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্প ও নেতানিয়াহুর এই বৈঠক চুক্তির পরবর্তী ধাপে অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে আরও বলা হয়, গাজার জন্য প্রস্তাবিত ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার ও আন্তর্জাতিক বাহিনী দ্রুত ঘোষণায় আগ্রহী ট্রাম্প প্রশাসন।

এদিকে যুদ্ধবিরতি দুর্বল করা ও শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসআর

ভারতের দেহরাদুনে বর্ণবিদ্বেষী হামলায় ত্রিপুরার ছাত্র নিহত, গ্রেপ্তার ৫

হাদি হত্যার বিচার নিশ্চিতে ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি প্রবাসীদের

ঘাতকদের ভারতে প্রবেশের খবর নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

ইউক্রেন শান্তি না চাইলে শক্তি প্রয়োগেই লক্ষ্য অর্জন করবে রাশিয়া: পুতিন

লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে শিখ-বিজেপি সমর্থকদের সংঘর্ষ

লন্ডনজুড়ে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার

রুশ হামলায় কিয়েভে ১০ লক্ষাধিক ঘরবাড়ি বিদ্যুৎহীন

নুসানতারা: ইন্দোনেশিয়ার ১০ মিনিটের শহর

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান

সোমালিল্যান্ডের স্বীকৃতি অবৈধ-উস্কানিমূলক: পাকিস্তান