যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের সময় আটক ৬১৫ জনকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক জেফ্রি কামিংস। বুধবার দেয়া রায়ে আগামী ২১ নভেম্বরের মধ্যেই তাদের মুক্তি দেয়ার নির্দেশ দেয়া হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইমিগ্রেশন জাস্টিস সেন্টার (এনআইজেসি) ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) মা্মলাটি দাখিল করেছিল। মামলায় বাদীপক্ষের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের‘'অপারেশন মিডওয়ে ব্লিটজ’ নামে পরিচালিত অভিযানে অভিবাসন কর্তৃপক্ষ আইসিই বেআইনিভাবে বহু মানুষকে আটক করেছে।
এনআইজেসি ও এসিএলইউ জানিয়েছে, জুন মাসে ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন প্রয়োগ শুরু করার পর থেকে তিন হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার এবং আটক করা হয়েছে।
এনআইজেসির আইনজীবী মার্ক ফ্লেমিং সাংবাদিকদের বলেন, কমপক্ষে এক হাজার ১০০ জন স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন।
বিচারক কামিংসের নির্দেশ অনুযায়ী, যেসব ব্যক্তির বিরুদ্ধে বাধ্যতামূলক আটকাদেশ নেই এবং যারা সমাজের জন্য কোনো বড় ঝুঁকি সৃষ্টি করেন না, তাদের সবাইকে মুক্তি দিতে হবে।
অবশ্য মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর এই রায়ের তীব্রভাবে সমালোচনা করেছে।
স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে কি না তা এখনো জানায়নি।
আরএ