হোম > বিশ্ব

ইউক্রেন যুদ্ধের অবসান আগের যেকোনো সময়ের চেয়ে নিকটে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউক্রেন যুদ্ধের অবসান এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কাছাকাছি চলে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানির বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে টানা দুই দিনের আলোচনা শেষে সোমবার তিনি এ কথা বলেন।

হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি আশাব্যঞ্জক। তিনি জানান, এখন দেখা হবে এই অগ্রগতি বাস্তবায়নে কী করা যায়।

বার্লিনের আলোচনায় ট্রাম্পের সঙ্গে ছিলেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। বৈঠকগুলো অত্যন্ত ইতিবাচক হয়েছে বলে জানান ট্রাম্প। তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে এবং একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও যুক্তরাষ্ট্র নিয়মিত যোগাযোগ রাখছে।

এদিকে এক মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে আলোচনার প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা হয়েছে। তবে ইউক্রেনের ভূখণ্ড ছাড়ের প্রশ্নটি এখনও অমীমাংসিত রয়ে গেছে।

আলোচনায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নেটোর আর্টিকেল-৫-এর আদলে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তার ইঙ্গিত অনুযায়ী, রাশিয়াও এই প্রস্তাবে আপত্তি নাও জানাতে পারে। তবে এই নিরাপত্তা নিশ্চয়তা স্থায়ী হবে না বলেও সতর্ক করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ওয়াশিংটনের নতুন নিরাপত্তা প্রস্তাবের প্রশংসা করলেও রাশিয়ার কাছে কোনো অঞ্চল ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও মতবিরোধ রয়েছে বলে জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে কিছু সমঝোতামূলক প্রস্তাব দেবে, যা থেকে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হতে পারে।

এসআর

আফগানদের জোরপূর্বক দেশে ফেরত পাঠনো বন্ধের আহ্বান অ্যামনেস্টির

সেভেন-সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন গাজার চিকিৎসকরা

ইমরান খানের বোনদের অবস্থান ধর্মঘটে পুলিশের বাধা

ইরানে নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশসহ নিহত ৪

ভেনেজুয়েলার আকাশসীমায় বিমান চলাচলে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সর্বাধুনিক যুদ্ধজাহাজের উদ্বোধন

কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না, ভবিষ্যতেও হবেও না

সীমান্তে ১১ বছরে ২১ হাজার বাংলাদেশি গ্রেপ্তার