যুদ্ধবিধস্ত গাজায় বসতবাড়ি ও প্রধান সড়কের আশপাশে জমে উঠেছে বর্জ্যের পাহাড়। প্রাকৃতিক পরিবেশের প্রধান উপাদান গাছ নেই বললেই চলে। ইসরাইলের হামলায় উপতক্যার প্রায় ৯০ শতাংশ গাছপালাই নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে সংক্রমণসহ নানা রকম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে লাখো মানুষ।
আল-জাজিরা আরবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের মেয়র আলা আল-বাত্তা জানিয়েছেন, ‘আমরা এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি, যা রোগ ও মহামারিীর ঝুঁকি বাড়াচ্ছে।’
মেয়র আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনায় ল্যান্ডফিলে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে, ফলে সঠিকভাবে বর্জ্য অপসারণ সম্ভব হচ্ছে না। এতে শহরের বিভিন্ন এলাকায় দুর্গন্ধ, দূষণ ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গাজার অবরুদ্ধ অবস্থায় পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংকটের পাশাপাশি এখন পরিবেশ ধ্বংস নতুন এক চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।