হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতির বিনিময়ে আর্থিক প্রস্তাব প্রত্যাখ্যান মিশরের

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানচ্যুতি মেনে নেওয়ার শর্তে দেওয়া বিপুল অঙ্কের আর্থিক প্রস্তাব মিশর সরাসরি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি। আন্তর্জাতিক আইনের প্রতি মিসরের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এমন প্রস্তাব গ্রহণ করা মানে হবে “জঙ্গলের আইন” মেনে নেওয়া।

এমবিসি মিশরের টেলিভিশন অনুষ্ঠান আল-হেকায়া-তে দেওয়া এক সাক্ষাৎকারে আবদেল আতি জানান, এ ধরনের তিনটি পৃথক প্রস্তাব মিসরের কাছে আসে, যার প্রতিটিতেই বড় ধরনের অর্থনৈতিক সুবিধার প্রলোভন ছিল। তার ভাষায়, প্রথম প্রস্তাবে মিশরের ঋণ বাতিলের পাশাপাশি উল্লেখযোগ্য আর্থিক প্রণোদনার কথাও অন্তর্ভুক্ত ছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশর সব প্রস্তাবই দৃঢ়ভাবে নাকচ করেছে এবং এ বিষয়ে কায়রোর অবস্থান স্পষ্ট ও অপরিবর্তনীয়। তিনি জানান, ইসরাইলি আলোচকরাও মিশরের এই অবস্থান ভালোভাবেই বুঝে নিয়েছেন।

তিনি আরও বলেন, ইসরাইলের সঙ্গে ৪৫ বছরের বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক থাকায় উভয় দেশই একে অপরের অবস্থান ও সীমাবদ্ধতা সম্পর্কে অবগত। তবে আন্তর্জাতিক আইনের আওতায় দখলদার শক্তি হিসেবে সীমান্ত ক্রসিং খুলে দিয়ে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা ইসরাইলের দায়িত্ব হলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সাক্ষাৎকারের শেষে আবদেল আতি জোর দিয়ে বলেন, মিসর আন্তর্জাতিক আইনের প্রতি অটল থাকবে। তার কথায়, “আন্তর্জাতিক আইন পরিত্যাগ করলে আমাদের জঙ্গলের আইনের অধীনেই বসবাস করতে হবে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এসআর

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা ঘনিষ্ঠতায় ভারতের নীতি বদলের ইঙ্গিত

সোমালিল্যান্ড ইস্যুতে ইসরাইলের সাথে সৌদির সম্পর্ক ‘জটিল’ হলো

গাজা থেকে আটক ১০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ২ বিলিয়ন ডলারের সহায়তা, বাংলাদেশসহ পাবে ১৭ দেশ

১ বছরে স্পেন যাওয়ার চেষ্টায় ৩,০০০-এর বেশি অভিবাসীর মৃত্যু

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ৪৫৫,০০০ বাড়ি হস্তান্তর এরদোয়ানের

যুক্তরাষ্ট্র থেকে ৩০-৫০ বছরের নিরাপত্তা গ্যারান্টি চায় জেলেনস্কি

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করল পশ্চিমবঙ্গ পুলিশ

শীতে ইসরাইলের কারণে গাজায় তীব্র মানবিক সংকট

আরএসএফের আত্মসমর্পণ ছাড়া সুদানের যুদ্ধ শেষ হবে না: আল-বুরহান