সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার রিয়াদে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে স্বাগত জানান। কাতার সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল-থানিসহ কাতারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল আমিরের সঙ্গে আসেন। খবরটি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
শেখ তামিমকে সৌদির রাজধানীতে অবতরণের সময় ক্রাউন প্রিন্স ও শীর্ষ সৌদি কর্মকর্তারা অভ্যর্থনা জানান।
সৌদি-কাতার সমন্বয় পরিষদ দুই প্রাপ্তিসম্পন্ন দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বিনিয়োগ এবং উন্নয়নমূলক খাতের সহযোগিতা বৃদ্ধির একটি মূল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বৈঠকের বিস্তারিত এজেন্ডা এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: আল আরাবিয়া
এসআর