হোম > বিশ্ব

ইউক্রেনে ড্রোন হামলায় ফরাসি সাংবাদিক নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইউক্রেনে দায়িত্ব পালনকালে ফরাসি ফটোসাংবাদিক অ্যান্টনি লালিকান ড্রোন হামলায় নিহত হয়েছেন। সংবাদ সংস্থা হ্যান্স লুকাসের হয়ে কাজ করা এই সাংবাদিক শুক্রবার ভোরে এক হামলায় নিহত হন। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইউরোপিয়ান সংবাদিক সংগঠনের তথ্যমতে, এ হামলায় হিওরগি ইভানচেঙ্কো নামে ইউক্রেনের এক সাংবাদিক আহত হন। লালিকান পুরস্কারপ্রাপ্ত ফটোসাংবাদিক, যিনি ২০১৮ সাল থেকে এ কোম্পানির হয়ে কাজ করছিলেন।

সংস্থাটি বিজ্ঞপ্তিতে জানায়, তার কাজের প্রধান ক্ষেত্র ছিল মানবাধিকার এবং সামাজিক ইস্যু। বিশেষ করে যুদ্ধকবলিত এলাকায় কাজ করতে তিনি বেশি আগ্রহী ছিলেন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাতে তিনি দেশটিতে ভ্রমণ করতেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের সম্মুখসারিতে থাকার সময় লালিকান রাশিয়ান ড্রোন হামলার শিকার হয়ে নিহত হন। পোস্টে ম্যাক্রোঁ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শোক প্রকাশ করেন।

ইউক্রেনের জাতীয় সাংবাদিক ইউনিয়নের (এনইউজেইউ) সভাপতি সের্গেই টোমিলেঙ্কোর বলেছেন, লালিকানকে রাশিয়ান ফার্স্ট পারসন ভিউ (এফপিভি) ড্রোনের আঘাতে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, সাধারণ নাগরিক এবং সাংবাদিকদের জন্য রাশিয়ান ড্রোন হামলা এখন মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে।

ইউক্রেনের স্থানীয় জনগণ সিএনএনকে জানিয়েছে, রাশিয়ান এফপিভি ড্রোন এখন মারাত্মক হুমকি তাদের জন্য। কারণ, এ ড্রোনের টার্গেটের নির্দিষ্ট কোনো সীমা নেই। পথচারী থেকে শুরু করে হাসপাতাল, প্রাইভেট কার, বাস এমনকি অ্যাম্বুলেন্সেও হামলা চালানো হয় ড্রোন দিয়ে।

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

যে কারণে ফিলিস্তিনি নেতা বারঘুতিকে হত্যা করতে চায় ইসরাইল

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৫

হাসিনার অবস্থান ও ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক সম্প্রদায়কে মুসলিম ঐতিহ্য রক্ষার আহ্বান পাকিস্তানের

গাজার বাসিন্দাদের নিয়ে ইসরাইলি পরিকল্পনা প্রত্যাখ্যান ৮ মুসলিম দেশের

৪ আফগান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা

আসিম মুনিরকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলায় ইমরান খানকে যা বলল সেনাবাহিনী

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানি করবে মার্কিন সুপ্রিম কোর্ট