হোম > বিশ্ব

আরো বন্দির লাশ ফেরত দিলো হামাস-ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

আরো জিম্মি ও বন্দির লাশ বিনিময় করেছে হামাস ও ইসরাইলি কর্তৃপক্ষ। তবে হামাস বলছে, মিশরের সঙ্গে গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় চালু করতে অস্বীকৃতি এবং গাজায় হামলা অব্যাহত রেখে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার গভীর রাতে আরো দুই ইসরাইলি জিম্মির লাশ ইসরাইলে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন সেনা এবং অন্যজন বেসামরিক নাগরিক।

তাদের লাশ শনাক্ত করে নাম-পরিচয় প্রকাশ করেছে ইসরাইল। এরা হলেন, আরিয়েহ জালমানোভিচ (৮৫) এবং সেনাবাহিনীর মাস্টার সার্জেন্ট তামির আদার (৩৮)।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) গাজায় ইসরাইলি জিম্মিদের লাশ গ্রহণ করে ইসরাইলের কাছে হস্তান্তর করেছে।

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস সবমিলিয়ে ১৫ জন জিম্মির লাশ হস্তান্তর করেছে।

আনুমানিক আরো ১৩ লাশ ইসরাইলে ফেরত পাঠানো হবে। তবে হামাস বলছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং গাজার কিছু অংশে ইসরাইলি সেনাবাহিনীর অব্যাহত নিয়ন্ত্রণ লাশ উদ্ধারের গতি কমিয়ে দিয়েছে।

যুদ্ধবিরতির শুরুতে একদিনে ফিলিস্তিনি গোষ্ঠী ২০ জন জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে।

এছাড়া মঙ্গলবার ইসরাইলি আটক অবস্থায় নিহত ১৫ ফিলিস্তিনির লাশ গাজায় ফিরিয়ে আনা হয়েছে। তাদের শনাক্তের জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির অধীনে, ইসরাইল প্রায় দুই হাজার জীবিত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। আরো ৩৬০ জনের লাশ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আরএ

আরব সাগর থেকে ১ বিলিয়ন ডলারের মাদক জব্দ

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

নতুন ব্রাউজার আনল ওপেনএআই, গুগলের শেয়ারে পতন

চীন-পাকিস্তানকে জবাব দিতে ট্রাঙ্ক সাজাচ্ছে ভারত

লুভর জাদুঘর থেকে চুরি হলো যেসব গয়না, মূল্য কত

স্বর্ণের বাজারে আবারও বড় দরপতন

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬

যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক চায় আফগানিস্তান

আই লাভ মুহাম্মদ বলায় ভারতে মুসলিমদের ওপর দমন-নিপীড়ন