ফিলিস্তিনি বন্দী সংঘ জানিয়েছে, পশ্চিম তীরের দখলকৃত এলাকায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক অভিযানে অন্তত ৪০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন সাবেক বন্দীও রয়েছেন বলে সংস্থাটি জানায়।
বার্তা সংস্থা আল জাজিরা সংস্থার বরাত দিয়ে জানায়, গত রাত থেকে শুরু হওয়া অভিযানে হেবরন, নাবলুস, তুলকারেম ও রামাল্লাহ এলাকায় এসব গ্রেপ্তার অভিযান চালানো হয়। অভিযানের সময় ইসরায়েলি বাহিনী আটককৃতদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এবং বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় বলেও অভিযোগ করেছে পিপিএস।
পিপিএস জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ২০,৫০০ ফিলিস্তিনিকে পশ্চিম তীরে প্রায় প্রতিদিনের মতো চলা অভিযানে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
এসআর