হোম > বিশ্ব

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: এএফপি

ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ৭৪ জনের বেশি। দেড় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। রোববার জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে।

নৌকাটিতে ছিলেন মোট ১৫৪ জন ইথিওপীয় নাগরিক। আইওএম-এর ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, দুর্ঘটনার পর ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খানফার জেলায় ভেসে এসেছে ৫৪ জনের মরদেহ, আর বাকি ১৪ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

জাঞ্জিবার শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক আবদুল কাদের বাজামিল বলেন, শহরের শাকরা এলাকায় নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আফ্রিকার হর্ন অঞ্চল থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় ধনী দেশগুলোতে পাড়ি দেওয়ার এই সমুদ্রপথ বহুদিন ধরেই অভিবাসীদের জন্য একটি সাধারণ রুট হলেও, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর এই রুটে অভিবাসীর চাপ বেড়েছে। যদিও ২০২২ সালে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধবিরতি হওয়ায় সহিংসতা কিছুটা হ্রাস পেয়েছে।

আইওএম-এর তথ্যমতে, সোমালিয়া ও ইথিওপিয়ার মতো সংঘাতপীড়িত দেশগুলোর বহু মানুষ ইয়েমেন হয়ে উপসাগরীয় অঞ্চলে পৌঁছাতে গিয়ে এই বিপজ্জনক সমুদ্রপথ ব্যবহার করছেন। প্রায়ই অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় লোহিত সাগর পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা।

সূত্র: আল জাজিরা

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প