অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিনে প্রাঙ্গণে জোর করে প্রবেশে করেছে প্রায় ২০০ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। তাদের নিরাপত্তা দেয় ইসরাইলি পুলিশ। জেরুজালেম সরকার এক বিবৃতিতে জানিয়েছে, জোরপূর্বক পবিত্র স্থানে প্রবেশ করে ডোম অব দ্য রকের কাছে ‘তালমুদিক’ ধর্মীয় অনুষ্ঠান পালন করে ইহুদিরা। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
বিবৃততে আরো বলা হয়, ইসরাইলি কর্তৃপক্ষ পরিচালিত একটি গেট দিয়ে ৭৭৮ জন বিদেশী পর্যটকও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুসারে, নভেম্বর মাসে চার হাজার ২৬৬ জন অবৈধ বসতি স্থাপনকারী এবং প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটক প্রাঙ্গণে প্রবেশ করেছেন।
আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে আল-আকসা অবস্থিত। ১৯৮০ সালে এটি শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে, যা আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে।
সংবাদমাধ্যম বলছে, ইসরাইলি পুলিশের নিয়ন্ত্রণে থাকা আল-আকসা মসজিদের মরক্কো গেট দিয়ে এমন অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। আল-আকসা মসজিদে অবৈধ বসতির বাসিন্দাদের উসকানিমূলক টহল ও তালমুদিক আচার পালনকে জেরুজালেমের বিভিন্ন প্রতিষ্ঠান মসজিদ এলাকায় সময় ও স্থানভিত্তিক ভাগাভাগি চাপিয়ে দেয়ার প্রচেষ্টা হিসেবে দেখে।
ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ বলছে, মসজিদের পুরো ১৪৪ দুনুম এলাকা একান্তই মুসলমানদের ইবাদতের স্থান এবং মসজিদের এই ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ থাকা উচিত।
আরএ