হোম > বিশ্ব

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৩ জন নিহত

আমার দেশ অনলাইন

সংগৃহীত ছবি

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আফগান সীমান্তে দুইটি অভিযানে অন্তত ২৩ জন জনকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। এই অভিযান এক সপ্তাহ আগে ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার পর পরিচালিত হয়।

সেনাবাহিনী বলেছে, নিহত জঙ্গিরা পাকিস্তানি তালেবান এবং এর সহযোগী গোষ্ঠীর সদস্য ছিল। তারা ভারতের সহায়তা পেয়ে হামলার পরিকল্পনা করছিল, এমন অভিযোগও করা হয়েছে। অভিযানটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় পরিচালিত হয়। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে এই এলাকা সীমান্তবর্তী জঙ্গিবাদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দেশ থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য তারা পূর্ণ শক্তি ও গতিতে কাজ করবে। ইসলামাবাদ নিয়মিতভাবে কাবুলের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। এই গোষ্ঠীগুলো প্রায়ই পাকিস্তানে বড় ধরনের হামলা চালায়।

সম্প্রতি পাকিস্তান ভারতের বিরুদ্ধেও দেশটির অভ্যন্তরে জঙ্গি গোষ্ঠীর সমর্থনের অভিযোগ করেছে। তবে উভয় দেশই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক অস্বীকার করেছে।

পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক তীব্রভাবে অবনতির পথে রয়েছে। গত মাসে সীমান্তে সংঘর্ষে এক সপ্তাহে ৭০ জনের বেশি মানুষ নিহত হয় এবং সীমান্ত এখনও বন্ধ রয়েছে। উভয় দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও, শর্তাবলী চূড়ান্ত করতে তারা ব্যর্থ হয়েছে এবং একে অপরকে অচলাবস্থার জন্য দায়ী করেছে।

এসআর

কৃত্রিম বুদ্ধিমত্তায় দ্বিগুণ ঝুঁকিতে নারীরা, কিন্তু কেন

কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের, নেপথ্যে কী

ভারতকে এসইউ-৫৭ যুদ্ধবিমান তৈরির প্রস্তাব দিলো রাশিয়া

পাক–ভারতসহ ‘আটটি যুদ্ধ বন্ধের’ কৃতিত্ব দাবি ট্রাম্পের

যুদ্ধবিধ্বস্ত গাজায় জীবনরক্ষাকারী টিকা পাচ্ছে ৪০ হাজার শিশু

তেহরান থেকে রাজধানী সরাতে চায় ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে বিরল শোধনাগার

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে

যুক্তরাষ্ট্রের শুল্ক উত্তেজনা পেরিয়ে ৯৩ মিলিয়ন ডলার অস্ত্রচুক্তিতে ভারত

স্যাটেলাইট চিত্রে যেমন দেখা যাচ্ছে পশ্চিম তীরের ধ্বংসযজ্ঞ