হোম > বিশ্ব

ইরানের ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ছবি সংগৃহীত

ইরানের ছয়টি বিমানবন্দরে হামলার দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী, আইডিএফ। তারা বলছে, পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা হয়েছে। খবর আল জাজিরার।

সামাজিক মাধ্যম এক্সে তাদের হিব্রু অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইল আরও জানিয়েছে যে তাদের ড্রোন হামলায় ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

পোস্টে তারা একটি ছবি সংযুক্ত করেছে। যেখানে দেখা যাচ্ছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ, দেজফুল বিমানবন্দরে হামলা হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনীর দাবি, ‘এই হামলায় বিমানবন্দরের রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এফ-১৪, এফ-১৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তেলআবিব আরো বলছে, হামলার কারণে ইরানের বিমান বাহিনী জন্য এই বিমানবন্দরগুলো থেকে বিমান উড্ডয়ন এবং সেখান থেকে ইরানি সেনাবাহিনীর বিমান শক্তি পরিচালনা ব্যাহত হবে।

গত ২৪ ঘণ্টায় ইরান ও ইসরাইল একে অপরের উপর হামলা- পাল্টা হামলা চালিয়েছে।

এরআগে, রোববার সকালে তেল আবিবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে সেখানকার আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই ধাপে অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, যার কিছু হাইফা, নেস জিওনা এবং রিশন লেজিওনের মতো উত্তর ও মধ্য ইসরায়েলি শহরে আঘাত হানে। এসব হামলায় হতাহত হয় অনেকে।

অন্যদিকে, ইসরাইল ২০টি যুদ্ধবিমান দিয়ে তেহরান, কেরমানশাহ ও হামেদানে হামলা চালায়।

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল, ক্ষেপণাস্ত্র গুদাম এবং উৎক্ষেপণ সুবিধা, রাডার, স্যাটেলাইট সিস্টেম ও তেহরানের কাছে একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার।

আরএ

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭

গাজা ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন নেতানিয়াহু

ক্যারিবীয় অঞ্চলে আরো একটি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইমরানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই

জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ

জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ট্রাম্প

হত্যার হুমকি পাওয়ায় ইরানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই