হোম > বিশ্ব

গাজা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি ইসরাইল: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরাইল। শনিবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি একথা জানান। হামাস চুক্তিটি নিশ্চিত করার পরেই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় শুরু হবে। খবর নিউইয়র্ক পোস্টের।

ট্রাম্প জানান, ‘যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার পর ইসরাইল প্রাথমিক প্রত্যাহারে সম্মত হয়েছে, যা আমরা হামাসকে দেখিয়েছি এবং তাদের সাথে ভাগ করে নিয়েছি।’ তিনি আরো বলেন, এই পরিকল্পনা দীর্ঘ দিনের বিপর্যয় সমাপ্ত করবে।

যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে গত সোমবার একটি মানচিত্র প্রকাশ করে হোয়াইট হাউজ । এতে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারে বিভিন্ন সীমারেখা চিহ্নিত করে দেয়া হয়। সেসব সীমারেখা থেকেই ইসরাইল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ২০ দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে নতুন আরেক অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি ভেরিফাইয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হলে হোয়াইট হাউজের প্রকাশিত মানচিত্র অনুযায়ী প্রথম ধাপে সেনা প্রত্যাহারের পরও গাজার প্রায় ৫৫ শতাংশ এলাকা ইসরাইলের নিয়ন্ত্রণে থেকে যাবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার রাতে বলেন, তিনি স্ট্র্যাটিজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডার্মারের নেতৃত্বে তার আলোচকদের জিম্মি মুক্তির বিষয়টি চূড়ান্ত করার জন্য মিশর সফরের নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য হল আলোচনা মাত্র কয়েক দিনের মধ্যে সীমাবদ্ধ রাখা। আমরা এড়িয়ে যাওয়ার কৌশল সহ্য করব না।’

আরএ

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

যে কারণে ফিলিস্তিনি নেতা বারঘুতিকে হত্যা করতে চায় ইসরাইল

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৫

হাসিনার অবস্থান ও ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক সম্প্রদায়কে মুসলিম ঐতিহ্য রক্ষার আহ্বান পাকিস্তানের

গাজার বাসিন্দাদের নিয়ে ইসরাইলি পরিকল্পনা প্রত্যাখ্যান ৮ মুসলিম দেশের

৪ আফগান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা

আসিম মুনিরকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলায় ইমরান খানকে যা বলল সেনাবাহিনী

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানি করবে মার্কিন সুপ্রিম কোর্ট