ভারতীয় তেজস যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা স্থগিত করেছে আর্মেনিয়া। দুবাইয়ে গত শনিবার ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নিলো দেশটি। খবর দ্য জেরুজালেম পোস্টের।
আর্মেনিয়া ভারত সরকার এবং বিমান প্রস্তুতকারক এইচএএলে সঙ্গে ১ দশমিক ২ বিলিয়ন ডলারে ১২টি বিমান কেনার বিষয়ে আলোচনা করছিল। তবে এখন আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি।
ভারত ১৯৮২ সাল থেকে তেজস যুদ্ধবিমান তৈরি শুরু করে। দেশটির অস্ত্র আমদানি ও রপ্তানি উভয় দিকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা রয়েছে।
শত শত ভারতীয় মিগ-২১ বিমানের জায়গায় নতুন যুদ্ধবিমান যুক্ত করার উদ্দেশ্যে তেজস তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত, ভারতীয় বিমান বাহিনী প্রথম উৎপাদন থেকে মাত্র ৪০টি তেজস বিমান পেয়েছে।
আরএ