হোম > বিশ্ব

যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলি আগ্রাসন অব্যাহত

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পরেও মধ্যপ্রাচ্যে ইসরাইলের আগ্রাসন থামেনি। এই অঞ্চলে ইসরাইল এখনও একাধিক ফ্রন্টে আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে লেবানন, সিরিয়া এবং পশ্চিম তীরে একাধিক সামরিক অভিযান চালিয়েছে তেলআবিব। খবর আল জাজিরার।

এসব হামলা ইঙ্গিত দিচ্ছে যে, ইসরাইল তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল এবং দুর্বল করে রাখার চেষ্টা করছে।

মার্কিন কর্মকর্তারা এই সপ্তাহে ইসরাইল সফর করেছেন। কিন্তু তেলআবিবের সবচেয়ে বড় সমর্থক এই দেশটি আঞ্চলিক যুদ্ধের জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনতে আগ্রহী নয়, বরং গাজার পরিস্থিতিতেই মনোযোগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

পশ্চিম তীরে দমনপীড়ন:

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন চালাচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী শুধুমাত্র পশ্চিম তীরেই এক হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং অধিকৃত অঞ্চল দখলের প্রচেষ্টা জোরদার করেছে।

সিরিয়া:

সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ায় বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় গণমাধ্যমগুলো দক্ষিণ সীমান্ত বরাবর সিরিয়ার ভূখণ্ডে প্রায় প্রতিদিনই ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশের খবর দিচ্ছে।

গত বছরের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার পতনের পর থেকেই সিরিয়ার সামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইসরাইল।

সিরিয়ার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই অনুপ্রবেশের মধ্যে রয়েছে আকাশপথে নজরদারি, ইসরাইলের সেনাদের স্থলপথে অনুপ্রবেশ, সিরীয়দের গ্রেপ্তার ও গুম করা এবং সিরিয়ার ভূখণ্ডে চেকপয়েন্ট স্থাপন।

লেবানন:

লেবাননে প্রায়ই বিমান ও ড্রোন হামলা চালায় ইসরাইল। সোমবার জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী জানায়, তাদের টহল দলের কাছে গ্রেনেড নিক্ষেপ করায় তারা একটি ইসরাইলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পরে ইসরাইলও শান্তিরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে রোববার ইসরাইলের হামলায় দুইজন নিহত হন।

গাজা:

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল গাজাজুড়ে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করা অব্যাহত রেখেছে। যার ফলে শান্তি চুক্তি ঝুঁকির মধ্যে পড়েছে।

যুদ্ধবিরতির আগের তুলনায় হামলা কম হলেও গাজায় ইসরাইলিদের হাতে ফিলিস্তিনিদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। চুক্তি ভঙ্গ করে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে রেখেছে দখলদাররা।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা