হোম > বিশ্ব

গাজায় শিগগির যুদ্ধবিরতি চুক্তি হতে পারে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে একটি সম্ভাব্য ‘চুক্তি’ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগির এটি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তিনি।

নিউ ইয়র্কে রাইডার কাপ গলফ টুর্নামেন্টে যোগদানের জন্য হোয়াইট হাউস ছাড়ার আগে শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, মনে হচ্ছে গাজা নিয়ে একটি চুক্তি হয়েছে, যে চুক্তির মাধ্যমে গাজা যুদ্ধের অবসান ঘটবে, মুক্তি পাবেন জিম্মিরা।

এই যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সে বৈঠকের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। তবে বৈঠক কখন হবেÑএ নিয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি ট্রাম্প।

হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করতেই এ বৈঠক করবেন। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখেন নেতানিয়াহু। তার সেই বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন যে, হামাসকে নিশ্চিহ্ন না করে তারা থামবেন না।

এ সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘে আন্তর্জাতিক নেতারা যখন একত্রিত হয়েছেন, তখন ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় প্রায় দুবছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ২১ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা উন্মোচন করেছেন ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের কর্মকর্তাদের কাছে এই প্রস্তাবটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। এই পরিকল্পনায় সব জিম্মির মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া গাজায় হামাসবিহীন শাসনব্যবস্থার কাঠামো এবং ধীরে ধীরে গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রস্তাবও রাখা রয়েছে।

আগামী বছরের শুরুতে গাজায় ‘বোর্ড অব পিস’ ঘোষণা দেবেন ট্রাম্প

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমেরিকা-জাপানের যৌথ সামরিক মহড়া

মিশরের পররাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্যকে স্বাগত জানাল হামাসের মেশাল

এবার ইসরাইল থাকায় ইউরোভিশন বর্জন আইসল্যান্ডের

সৌদিতে যুবরাজের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

সিরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত তুরস্কের স্বার্থ রক্ষা করছেন, অভিযোগ ইসরাইলের

পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের ১৪ বছরের কারাদণ্ড

নাগরিকদের অপমানের প্রতিবাদে তিন ইসরাইলিকে বহিষ্কার করল ঘানা

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট লুইস আর্স গ্রেপ্তার

ই-সিগারেট নিষিদ্ধ করলো মেক্সিকো