ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে চার বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করা হয় বলে জানিয়েছে শিশুটির পরিবার। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
হুগলি গ্রামীণ পুলিশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বানজারা সম্প্রদায়ের ওই শিশুটি তারকেশ্বরের রেলওয়ে শেডে খাটে মশারির নিচে দাদির সঙ্গে ঘুমাচ্ছিল।
পরিবারের দাবি, অপহণকারী শিশুটিকে মশারি কেটে নিয়ে যায়।
পরের দিন বিকেলে তারকেশ্বর রেলওয়ে হাই ড্রেনের কাছে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।
শিশুটির দাদি বলেন, ‘সে আমার সাথে ঘুমাচ্ছিল। ভোর ৪টার দিকে কেউ তাকে তুলে নিয়ে গেছে মনে হয়। কখন তাকে তুলে নিয়ে গেছে তা আমি বুঝতেও পারিনি। আমি জানি না কারা তাকে নিয়ে গেছে। তারা মশারি কেটে নিয়ে গেছে। পরে তাকে পাওয়া গেছে উলঙ্গ অবস্থায়।’
কাঁদতে কাঁদতে তিনি আরো বলেন, ‘আমরা রাস্তায় থাকি কারণ তারা (প্রশাসন) আমাদের বাড়ি ভেঙে দিয়েছে। আমরা কোথায় যাব? আমাদের কোনো বাড়ি নেই।’
ইতোমধ্যে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইনের (পকসো) অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
আরএ