হোম > বিশ্ব

যুদ্ধ-শান্তির অচলাবস্থার ঝুঁকিতে গাজা

কাতারের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এএফপি

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও থেমে থেমে বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এর পরিপ্রেক্ষিতে কাতারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ইসরাইলি হামলায় গাজায় যুদ্ধ ও শান্তির অচলাবস্থা সৃষ্টি হতে পারে।

শুক্রবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ব্রিটেনের সংবাদমাধ্যম গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি জানান। তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিহীন-শান্তিহীন পরিস্থিতির দিকে যেতে চাচ্ছি না।’

আল-আনসারি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত গাজায় গিয়ে ক্ষতির পরিমাপ করা, এর পুনর্গঠন কাজ শুরু করা এবং আনুষ্ঠানিকভাবে শান্তি প্রতিষ্ঠা করা।’

তিনি বলেন, ‘আমরা আশাবাদী যদি নিরাপত্তা পরিষদের সনদ আমরা পাই এবং গাজায় প্রশাসন ও আন্তর্জাতিক বাহিনীর জন্য ম্যান্ডেট পাই, তবে পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব হবে। নীতিগতভাবে আঞ্চলিক ও বিশ্বের দেশগুলো এ বিষয়ে একমত, কিন্তু বাস্তবে এর জন্য শক্তিশালী ম্যান্ডেট প্রয়োজন।

গার্ডিয়ানকে আল-আনসারি বলেন, ‘চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের আগে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। মৃত জিম্মিদের লাশ বের করে আনা, তাদের পরিচিতি নিশ্চিত করা এবং যুদ্ধবিরতি ভেঙে প্রতিনিয়ত ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের বিষয় এর মধ্যে রয়েছে।’

গাজায় এখনো ১১ ফিলিস্তিনি জিম্মির লাশ রয়ে গেছে। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধারা গাজায় থাকা ২০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়। এ ছাড়া ১৭ জিম্মির লাশও গাজা থেকে ইসরাইলে পাঠানো হয়েছে।

কিন্তু ইসরাইলের পক্ষ থেকে সব জিম্মির লাশ ফেরত দেওয়ার দাবি করা হচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলের হামলায় ধ্বংসস্তূপ পরিষ্কারের সরঞ্জামের অভাবে চাপাপড়া লাশ উদ্ধার ও ফেরতের প্রক্রিয়া দেরি হচ্ছে।

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোববারের বিবৃতিতে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন আগে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া আগের হামলায় ধ্বংসস্তূপ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গাজায় দুই বছরের আগ্রাসন ও যুদ্ধবিরতির পর তিন সপ্তাহে সর্বমোট ৬৮ হাজার ৮৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ভারতে ট্রাক চাপায় নিহত ১৩

নিউইয়র্কে মেয়র নির্বাচন: জরিপে এগিয়ে মামদানি

যেভাবে আগামী বছর নোবেল পেতে পারেন ট্রাম্প

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় আবারো ড. ইউনূস

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট

ইসরাইলি হামলায় পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নিহত

তেহরানের খেলনা জাদুঘর, শৈশবের স্মৃতিময় ভুবন

রাশিয়ার সহযোগিতায় ৮ পরমাণু বিদ্যৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

ইরানে ভয়াবহ খরা, তেহরানে তীব্র পানি সংকটের আশঙ্কা

যে কারণে বিশ্বের নজর এখন মার্কিন সুপ্রিম কোর্টের ওপর