গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন মন্তব্যে হতবাক হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খবর আল জাজিরার।
ইসরাইলি গণমাধ্যম বলছে—মার্কিন প্রেসিডেন্টের কিছু বক্তব্যে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের প্রতিক্রিয়া মূলত ইতিবাচক দিকেই এগোচ্ছে এবং গাজায় ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন।
নেতানিয়াহু চান—হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে একটি যৌথ ইসরাইলি-আমেরিকান প্রতিক্রিয়া তৈরি করা হোক—যাতে হামাসের প্রতিক্রিয়াটি ইতিবাচক হিসেবে দেখা না হয়।
তবে নেতানিয়াহু এখনো তার সরকার ও জোটসঙ্গীদের সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা করেননি। শেষ পর্যন্ত এটি ভোটের মাধ্যমে অনুমোদন হতে পারে।
অন্যদিকে, ইসরাইলের বিরোধীদলীয় নেতা বলেছেন যে, নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক ‘নিরাপত্তা জাল’ থাকবে — অর্থাৎ, যদি সরকারি জোটের সদস্যরা এই চুক্তির পক্ষে না থাকেন, তাহলে বিরোধীদলগুলো একত্র হয়ে একটি ঐক্য গঠন করতে পারে।
এদিকে ইসরাইলি বন্দিদের পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে তারা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে একমত— বিশেষ করে গাজার ভেতর বোমাবর্ষণ বন্ধের আহ্বানকে তারা সমর্থন করছেন। কারণ তারা আশঙ্কা করছেন, বোমাবর্ষণ চলতে থাকলে সেখানে থাকা বন্দিরা আহত বা নিহত হতে পারেন।
ইসরাইলের ভেতরে রাজনৈতিক অস্থিরতা আগে থেকেই তীব্র, এবং আগামী ২৪ ঘণ্টারও কম সময়ে এই চুক্তির সমর্থনে সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হতে পারে।