হোম > বিশ্ব

যুক্তরাজ্যে তীব্র ঝড়-তুষারপাতে ‘রেড অ্যালার্ট’

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর দেশজুড়ে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। শক্তিশালী ঝড়, ভারি বৃষ্টিপাত ও ব্যাপক তুষারপাতের কারণে আজ বুধবার বিকাল থেকে বিভিন্ন অঞ্চলে সতর্কতা কার্যকর হবে, যা জনজীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে পাহাড়ি ও উঁচু এলাকায় প্রায় এক ফুট পর্যন্ত তুষার জমার সম্ভাবনা রয়েছে। ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস, মিডল্যান্ডস ও উত্তরাঞ্চলের কিছু এলাকায়।

উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও বড় ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বাতাসের কারণে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ও ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপক বিদ্যুদ্বিভ্রাটের ঝুঁকিও দেখা দিতে পারে।

ভারি বৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুষার ও বরফে সড়কগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে যাবে, যা রেল, বাস ও বিমান চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

প্রশাসন জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জলোচ্ছ্বাস থেকে সাবধান থাকতে এবং বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি নজর রাখতে বলা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসআর/এসআই

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত

মার্কিন আগ্রাসন মোকাবিলার অঙ্গীকার ভেনেজুয়েলার

ট্রাম্পের নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারে উঠে এলো ৫ বিষয়

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা মেনে নিতে হচ্ছে ইউরোপকে

ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা ওড়াল বিক্ষোভকারীরা

ইরান ‘বড় বিপদে’, হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহত ছাড়াল ২০০

পাকিস্তান কেন বাংলাদেশের কাছে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করছে

ট্রাম্প ক্ষমতাচ্যুত হবেন, হুঁশিয়ারি খামেনির

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘এসটিসি’ বিলুপ্ত ঘোষণা