ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন ও ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান করে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন—এ অভিযোগে ফিফা নৈতিকতা কমিটির কাছে তদন্তের আবেদন জানিয়েছে মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ার।
এর আগে গত সপ্তাহে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পের হাতে ফিফা শান্তি পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এছাড়াও তিনি ট্রাম্পের পক্ষে সামাজিকমাধ্যমে পোস্ট এবং সাক্ষাৎকারে সমর্থন প্রকাশ করেন। ফেয়ারস্কয়ারের অভিযোগ—এতে ফিফার নিরপেক্ষতার নীতি চার দফায় স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।
বিবিসির বরাতে জানা যায়, সংস্থাটি ফিফা এথিকস কমিটিতে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে—ক্ষমতাসীন একজন রাজনৈতিক নেতাকে এমন পুরস্কার দেওয়া ফিফার নিরপেক্ষতার দায়িত্বের সরাসরি বিরোধী। তারা আরও জানায়, ফিফা সভাপতির এককভাবে নীতি ও মূল্যবোধ নির্ধারণের ক্ষমতা নেই। এ বিষয়ে ফিফার প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠান শুরুর আগে ট্রাম্পকে ‘বিশ্বে শান্তি ও ঐক্যের পক্ষে ব্যতিক্রমী অবদান’-এর স্বীকৃতি হিসেবে একটি সোনালি ট্রফি, পদক ও সনদ উপস্থাপন করেন ইনফান্তিনো। বক্তৃতায় তিনি বলেন, “একজন নেতার কাছ থেকে আমরা এটাই চাই… প্রেসিডেন্ট, আপনি সবসময় আমার সমর্থন পাবেন।”
ইনফান্তিনো এর আগেও বহুবার ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। অক্টোবরে ইনস্টাগ্রামে তিনি লেখেন, ট্রাম্প “নোবেল শান্তি পুরস্কারের যোগ্য”—আর গত মাসে মায়ামির এক ব্যবসায়ী অনুষ্ঠানে বলেন, “ট্রাম্প যা করছেন, আমাদের সবারই তাঁকে সমর্থন করা উচিত।”
ফেয়ারস্কয়ার আরও দাবি করেছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার পর ইনফান্তিনোর পোস্টও তাঁর রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রমাণ। সংস্থাটির প্রোগ্রাম ডিরেক্টর নিকোলাস ম্যাকিগ্যান বলেন, ফিফার দুর্বল কাঠামো ইনফান্তিনোকে নিয়ম অগ্রাহ্যের সুযোগ দিচ্ছে, যা বিশ্বের জনপ্রিয়তম খেলাটির স্বার্থের জন্য “বিপজ্জনক ও ক্ষতিকর।”
ফিফা এথিকস কমিটি স্বাধীন বিচারিক বিভাগ হিসেবে কাজ করে, যার ইনভেস্টগেটরি চেম্বার তদন্ত পরিচালনা করে এবং অ্যাডজুডিকেটরি চেম্বার সিদ্ধান্ত দেয়। বর্তমানে এর তদন্ত চেম্বারের চেয়ারম্যান রুয়ান্ডার সাবেক প্রধান আইন কর্মকর্তা মার্টিন এনগোগা।
সূত্র: আল জাজিরা
এসআর