হোম > বিশ্ব

সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের পোস্টে ৭০০০ ডলার দিচ্ছে ইসরাইল

আতিকুর রহমান নগরী

ইসরাইল গাজার অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত বদলে যাওয়ার মধ্যে তথ্য আধিপত্য বজায় রাখতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রভাব অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের প্রতি পোস্টে সর্বোচ্চ ৭,০০০ ডলার পর্যন্ত দিচ্ছে, যার উদ্দেশ্য জনমতকে নিজেদের পক্ষে গঠন করা।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অনলাইন ম্যাগাজিন রেসপনসিবল স্টেটক্রাফ্টের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এবং আগে প্রকাশিত হয়নি এমন কিছু নথি থেকে জানা গেছে যে, এই প্রভাবশালীরা টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ইসরাইলের হয়ে প্রতি পোস্টে প্রায় ৭,০০০ ডলার পাচ্ছেন।

ব্রিজ পার্টনার্স (Bridge Partners) নামের একটি মার্কিন প্রতিষ্ঠান, যা ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়ে কাজ করে, তাদের “ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন”-এর জন্য বেশ কিছু চালান পাঠিয়েছে 'হাভাস মিডিয়া গ্রুপ জার্মানি'র কাছে—এটি ইসরাইলের হয়ে কাজ করা একটি আন্তর্জাতিক মিডিয়া গ্রুপ। চালানগুলোতে জুন মাসে শুরু হয়ে নভেম্বরে শেষ হওয়ার কথা থাকা ১৪-১৮ জন প্রভাবশালীর জন্য কনটেন্ট তৈরির জন্য ৯০০,০০০ ডলারের একটি অর্থ দেখানো হয়েছে।

ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট-এর অধীনে দায়ের করা নথিতে উল্লেখ করা হয়েছে যে অর্থটি "প্রভাবশালীদের জন্য অর্থপ্রদান এবং প্রোডাকশন" উভয়ের জন্যই, তবে বিভাজন করা হয়নি।

১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রশাসনিক প্রোডাকশন খরচ বিবেচনায় নিলে, এটি জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রভাবশালীদের জন্য আনুমানিক ৫৫২,৯৪৬ ডলার রাখে।

ফার্মটি অনুমান করেছিল যে, সেই সময়ের মধ্যে ৭৫-৯০টি পোস্ট তৈরি করার ছিল। গড় হিসেবে, প্রতি পোস্টের জন্য পারিশ্রমিক দাঁড়ায় অন্তত ৬,১৪৩ ডলার এবং সর্বোচ্চ ৭,৩৭২ ডলার।

ব্রিজ পার্টনার্স তার কাজকে "মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে প্রসারিত করতে" সহায়তা হিসাবে বর্ণনা করে।

ফার্মটি ইসরাইলের সামরিক বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইউনিটের প্রাক্তন মেজর, নাদাভ স্ট্রচলারের সহায়তাও নিয়েছে।

ব্রিজ পার্টনার্সের প্রচারাভিযানের শিরোনাম হল "এস্থার প্রজেক্ট"। এই প্রচারাভিযানের "প্রজেক্ট এস্থার"-এর সাথে কিনা তা অস্পষ্ট, যেটি হেরিটেজ ফাউন্ডেশনের একটি প্রচারণা যারা ইসরাইলের সমালোচকদের তথাকথিত সন্ত্রাসী সহায়তা নেটওয়ার্কের অংশ হিসেবে চিহ্নিত করে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে পাকিস্তান সেনাবাহিনী

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

ইরানে হামলায় ভূখণ্ড-আকাশসীমা ব্যবহার করতে দেবে না আজারবাইজান

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

পাকিস্তানে বাংলাদেশ বিমানকে সংবর্ধনা

মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

কিউবায় তেল বিক্রি করলেই শুল্ক আরোপ: হুমকি ট্রম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে যা বললেন ট্রাম্প