ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
তারা দাবি করেছে নিহত দুজন আল-জুদেইরা গ্রামের কাছে একটি সড়কের দিকে মলোটভ ককটেল নিক্ষেপ করেছিল। গ্রামটি পূর্ব জেরুজালেম ও রামাল্লাহর মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে, যা গত রাতে ধারণ করা হয়েছে বলে তারা জানিয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এ ঘটনায় তাদের বাহিনীর কোনো সদস্য আহত হয়নি।
ঘটনাটি দখলকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতার সাম্প্রতিক একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
এসআর
সূত্র: আল জাজিরা