হোম > বিশ্ব

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বলেন, মার্কিন প্রশাসন বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে। বুধবার দিবাগত রাতে বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিশ্বকে ‘ডাকাতের আস্তানায়’ পরিণত হতে না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্টেইনমায়ার। বলেন, যেখানে নীতিহীন শক্তিগুলো নিজেদের ইচ্ছামতো যা খুশি তাই কেড়ে নেয়, এমন অবস্থা যেন না হয়। তিনি আরো বলেন, বর্তমানে বৈশ্বিক গণতন্ত্র নজিরবিহীন আক্রমণের শিকার হচ্ছে।

গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর দিকে ইঙ্গিত করে তিনি একে একটি ‘ঐতিহাসিক ভাঙন’ হিসেবে অভিহিত করেন। তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণকে যেমন একটি সন্ধিক্ষণ মনে করেন, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণকেও বিশ্বব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন।

তার মতে, যেসব দেশ বা অঞ্চলকে কয়েকটি বড় শক্তি তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে, সেই ধারা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। যদিও জার্মান প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক, তবে স্টেইনমায়ারের এই জোরালো বক্তব্য জার্মানিতে ব্যাপক গুরুত্ব পাচ্ছে।

আরএ/এসআই

ট্রাম্পের ৫০০ শতাংশ শুল্ক হুমকির কী প্রভাব পড়বে ভারতে

যে কারণে গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ চান ট্রাম্প

ইরানে সহিংস বিক্ষোভের জন্য দায়ী যুক্তরাষ্ট্র-ইসরাইল: আরাগচি

পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আলোচনায় তুরস্ক

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত

মার্কিন আগ্রাসন মোকাবিলার অঙ্গীকার ভেনেজুয়েলার

ট্রাম্পের নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারে উঠে এলো ৫ বিষয়

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা মেনে নিতে হচ্ছে ইউরোপকে

ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা ওড়াল বিক্ষোভকারীরা

ইরান ‘বড় বিপদে’, হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের