দখলকৃত পশ্চিম তীরে সাইফুল্লাহ কামেল মুসাল্লেত নামে এক মার্কিন যুবককে হত্যার ঘটনা তদন্ত করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে নিহতের পরিবার। শুক্রবার তাকে পিটিয়ে হত্যা করে অবৈধ ইহুদী বসতি স্থাপনকারীরা। খবর আল জাজিরার।
এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ২০ বছর বয়সি মার্কিন যুবক সাইফুল্লাহ মুসাল্লেতকে শুক্রবার পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার নিজস্ব তদন্ত শুরু এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নিহতের পরিবার।
মুসাল্লেতের আত্মীয়স্বজনরা সংবাদমাধ্যম সিবিএসকে জানিয়েছেন, চলতি সপ্তাহেই তার ফ্লোরিডায় ফেরত আসার কথা ছিল। রামাল্লাহর উত্তরে সিনজিল শহরে তার পরিবারের জমি রক্ষা করার সময় ইহুদী বসতি স্থাপনকারীদের সাথে সংঘর্ষ বাধে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের সময় তাকে পিটিয়ে হত্যা করে বসতি স্থাপনকারীরা।
এ ঘটনায় মুসাল্লেতের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার হামলার সময় ইহুদী বসতি স্থাপনকারীরা তাকে তিন ঘণ্টা ধরে ঘিরে রেখেছিল এবং তার কাছে পৌঁছানোর চেষ্টা করা চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা সরে যাওয়ার পর তার ছোট ভাই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মুসাল্লেত মারা যান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি একটি অকল্পনীয় দুঃস্বপ্ন এবং অবিচার, যার মুখোমুখি যেন কোনো পরিবারকে কখনো না হতে হয়’।
এতে আরও বলা হয়, ‘আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে দাবি জানাচ্ছি যে, তারা অবিলম্বে তদন্ত পরিচালনা করুক এবং সাইফের হত্যাকারী ইসরাইলি বসতি স্থাপনকারীদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করুক। আমরা ন্যায়বিচার দাবি করছি।
শুক্রবার পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। জেরুজালেমে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, দূতাবাস ইসরাইলি কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে এবং মুসাল্লাতের পরিবারকে কনস্যুলার সহায়তা প্রদান করতে বলা হয়েছে।
শুক্রবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংঘর্ষের ফলে একজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর আমরা জানি এবং ইসরাইল পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।’
আরএ