হোম > বিশ্ব

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, নিহত ৭০

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে হামলা বন্ধ করার আহ্বান জানানো সত্ত্বেও, আক্রমণ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। খবর আল জাজিরার।

শনিবার বোমা ও বিমান হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৪৫ জন মারা যান গাজা সিটিতে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটিতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। যার ফলে প্রায় দশ লাখ বাসিন্দা জনাকীর্ণ দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এরআগে শুক্রবার ট্রাম্প ইসরাইলকে গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। তিনি জানান, বন্দি মুক্তির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস এবং তিনি বিশ্বাস করেন, ‘তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত।’

তবে ট্রাম্পের সেই আহ্বান উপেক্ষা করেই ইসরাইলি বাহিনী পুরো গাজা উপত্যকাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে।

গাজা সিটির আল-তুফাহ এলাকায় একটি বাড়িতে ইসরেইলি বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হন এবং অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়েন। একই জায়গায় একটি আবাসিক এলাকায় হামলায় সাত শিশুসহ ১৭ জন নিহত হয়।

এছাড়া আল-ইয়ারমুক সড়কের একটি বাড়িতে হামলায় একজন নিহত হন এবং আল-লাব্বাবিদ এলাকায় বেসামরিক লোকদের একটি সমাবেশে হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন। গাজা সিটির বিভিন্ন স্থানে আরো ১৪ জন ফিলিস্তিনি ইসরাইলি হামলায় প্রাণ হারান।

এছাড়া গাজা সিটির সাবরা, তেল আল-হাওয়া, রিমাল, নাসর ও বিচ ক্যাম্প এলাকাগুলোতেও হামলা চালিয়েছে ইসরেইলি সেনারা।
নুসেইরাত শরণার্থী শিবিরের আল-ইশরিন সড়কের একটি অ্যাপার্টমেন্টে হামলায় এক কিশোরী নিহত হয়েছে। এছাড়া হামলায় আহত হয় আরো কয়েকজন। একইসঙ্গে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে মারা গেছে আটজন।

নাসের হাসপাতালের একটি সূত্র জানায়, হামলার পর আরো ১১ জনের লাশ হাসপাতালে আনা হয়।

আরএ

সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু