অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে হামলা বন্ধ করার আহ্বান জানানো সত্ত্বেও, আক্রমণ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। খবর আল জাজিরার।
শনিবার বোমা ও বিমান হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৪৫ জন মারা যান গাজা সিটিতে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি সেনাবাহিনী গাজা সিটিতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। যার ফলে প্রায় দশ লাখ বাসিন্দা জনাকীর্ণ দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এরআগে শুক্রবার ট্রাম্প ইসরাইলকে গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। তিনি জানান, বন্দি মুক্তির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস এবং তিনি বিশ্বাস করেন, ‘তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত।’
তবে ট্রাম্পের সেই আহ্বান উপেক্ষা করেই ইসরাইলি বাহিনী পুরো গাজা উপত্যকাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে।
গাজা সিটির আল-তুফাহ এলাকায় একটি বাড়িতে ইসরেইলি বিমান হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হন এবং অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়েন। একই জায়গায় একটি আবাসিক এলাকায় হামলায় সাত শিশুসহ ১৭ জন নিহত হয়।
এছাড়া আল-ইয়ারমুক সড়কের একটি বাড়িতে হামলায় একজন নিহত হন এবং আল-লাব্বাবিদ এলাকায় বেসামরিক লোকদের একটি সমাবেশে হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন। গাজা সিটির বিভিন্ন স্থানে আরো ১৪ জন ফিলিস্তিনি ইসরাইলি হামলায় প্রাণ হারান।
এছাড়া গাজা সিটির সাবরা, তেল আল-হাওয়া, রিমাল, নাসর ও বিচ ক্যাম্প এলাকাগুলোতেও হামলা চালিয়েছে ইসরেইলি সেনারা।
নুসেইরাত শরণার্থী শিবিরের আল-ইশরিন সড়কের একটি অ্যাপার্টমেন্টে হামলায় এক কিশোরী নিহত হয়েছে। এছাড়া হামলায় আহত হয় আরো কয়েকজন। একইসঙ্গে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে মারা গেছে আটজন।
নাসের হাসপাতালের একটি সূত্র জানায়, হামলার পর আরো ১১ জনের লাশ হাসপাতালে আনা হয়।
আরএ