হোম > বিশ্ব

সুদানে চালুর আগেই ড্রোন হামলার শিকার বিমানবন্দর

আমার দেশ অনলাইন

সুদানের রাজধানীর খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরসহ এর আশেপাশের বেশ কিছু এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বিমানবন্দরটি খোলার একদিন আগেই এই হামলার ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুদানের রাকোবা সংবাদ জানায়, বিমানবন্দরের ভেতরে এবং এর আশেপাশে আটটিরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারা আত্মঘাতী এই ড্রোন হামলার জন্য প্যারমিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে সংঘর্ষে বিমানবন্দর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বিমানবন্দরটিকে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

গত সোমবার সুদানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী বুধবার থেকে বিমানবন্দরটি পুনরায় চালুর ঘোষণা দেয়। তারা জানায়, প্রযুক্তিগত ও পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ধীরে-ধীরে অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় চালু হবে।

স্থানীয় একটি নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে যে সুদানের সামরিক বাহিনী কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন যে, খার্তুমের উত্তরে অবস্থিত ওমদুরমান এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এবং হতাহত বা ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি।

এ বছরের শুরুতে সেনাবাহিনী শহরটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর থেকে খার্তুম তুলনামূলকভাবে শান্ত থাকলেও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা দূর থেকে সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দ্বিরাষ্ট্রীয় সমাধানে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮

আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের চেষ্টা

হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: ট্রাম্প

হিন্দুত্ববাদীদের মুসলিম নির্যাতনের প্রতীক বুলডোজার

আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিন বৈঠক

আরো বন্দির লাশ ফেরত দিলো হামাস-ইসরাইল