হোম > বিশ্ব

চেনাব জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতকে সতর্ক করল পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুসেই আন্দ্রাবি বলেন, সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, ভারত পশ্চিমের নদীগুলোতে একতরফাভাবে কোনো জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে সীমিত অনুমতির অপব্যবহার করতে পারে না।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায় চেনাব নদীর ওপর ভারতের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৬০ সালে ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি হয়।

এই চুক্তি অনুযায়ী পূর্বদিকের নদীগুলোর (রাবি, সুলতেজ এবং বিয়াস) পানি ব্যবহারে পূর্ণ অধিকার রয়েছে ভারতের। পাকিস্তানকে পশ্চিম নদীগুলোর (সিন্ধু, ঝিলাম ও চেনাব) ওপর অধিকার দেওয়া হয়েছে, তবে পশ্চিম নদীগুলোতে ভারতকে সীমিত পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।

আন্দ্রাবি বলেন, ‘সম্প্রতি আমরা সংবাদমাধ্যমে দেখেছি যে ভারত চেনাব নদীর জম্মু-কাশ্মীর অংশে দুলহস্তি স্টেজ ২ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। অবশ্যই এই সংবাদ উদ্বেগের, কারণ ভারত থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত এই প্রকল্পের ব্যাপারে আমাদের কোনো তথ্য জানায়নি।’

তিনি বলেন, ‘ভারত যদি সত্যিই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে, তাহলে তা হবে সিন্ধু পানিবণ্টন চুক্তির লিখিত ‘সীমাবদ্ধ অনুমতির’ চরম অপব্যবহার এবং সিন্ধু চুক্তির গুরুতর লঙ্ঘন। আমরা বরাবরই বলে আসছি, এই চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের যে বিবাদ রয়েছে, তা আমরা শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে চাই; কিন্তু ভারত যদি পরিকল্পিতভাবে চুক্তির শর্ত লঙ্ঘন করে কিংবা পাকিস্তানের জাতীয় স্বার্থে আঘাত করে, সে ক্ষেত্রে ইসলামাবাদ তা কখনো সহ্য করবে না।’

সূত্র: ডেইলি টাইমস

আরএ/এসআই

ইরানের ওপর হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

ভারতে দূষিত পানি পান করে ৯ জনের মৃত্যু

ফিলিস্তিনিদের কাছ থেকে ইব্রাহিমী মসজিদের কর্তৃত্ব কেড়ে নিল ইসরাইল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনেজুয়েলা

নিজের বয়স ও স্বাস্থ্য নিয়ে বিতর্ক উসকে দিলেন ট্রাম্প

২০২৫ সালে ইসরাইলের হাতে আটক ৪২ ফিলিস্তিনি সাংবাদিক

গাম্বিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৭ জনের লাশ উদ্ধার

ইয়েমেনের এডেন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ২৪

ইরানে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ, নিহত বেড়ে ৬