ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগীয় কর্তৃপক্ষ জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের।
মামলার তথ্য অনুযায়ী, আঘিল কেশাভার্জ নামে ওই ব্যক্তিকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি, তেলআবিব সরকারের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা বজায় রাখা এবং ইরানের অভ্যন্তরে সামরিক ও নিরাপত্তা স্থানগুলোতে নজরদারি ও ছবে নেয়ার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বিচারিক নথি থেকে জানা যায়, কেশাভার্জ সাইবারস্পেসের মাধ্যমে ইসরাইলি গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। তিনি ইসরাইলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন।
তাকে চলতি বছরের এপ্রিল ও মে মাসে উত্তর-পশ্চিম ইরানের উরমিয়া শহর থেকে গ্রেফতার করা হয়।
গত জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাতের পর থেকে এ ধরনের মামলায় ইরানে একাধিক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে।
আরএ