হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: তুরস্ক

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গাজা উপত্যকায় ইসরাইলের হামলার সমালোচনা করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন । মঙ্গলবার রাতভর গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, এই হামলার ফলে বেসামরিক নাগরিক হতাহতের খবরে আঙ্কারা গভীরভাবে উদ্বিগ্ন। স্থায়ী শান্তির আশা বাঁচিয়ে রাখা এবং আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি চুক্তি পূর্ণভাবে মেনে চলার আহ্বানও জানায় তুরস্ক।

বিবৃতিতে তেলআবিবকে যুদ্ধবিরতি মেনে চলা এবং শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, তুরস্ক ফিলিস্তিনি জনগণের সঙ্গে তার সংহতি বজায় রাখবে এবং এই অঞ্চলে ন্যায়সঙ্গত, স্থায়ী এবং শান্তি অর্জনের প্রচেষ্টাকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

দক্ষিণ রাফাহ এলাকায় গুলি বিনিময়ের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশে ব্যাপক হামলা চালায় দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার রাতভর বিমান ও ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে শতাধিক মানুষ নিহত হয়। মধ্য গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪২ জনের মধ্যে ১৮ জন একই পরিবারের। এছাড়া দক্ষিণ গাজায় ১৮ জন এবং উত্তর গাজায় ৩১ জন নিহত হয়েছে।

আরএ

বুসানে ট্রাম্প-শি বৈঠক শুরু, বাণিজ্য বিরোধ নিষ্পত্তির আশা

সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার অঙ্গীকার এরদোয়ানের

ইসরাইলি সেনা নিহতের অভিযোগে গাজায় হামলা, মৃত বেড়ে ১০৪

রিও ডি জেনেরিওর রাস্তায় পড়ে আছে ৪০ লাশ

ভারত-পাকিস্তানের ওপর ২৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন ট্রাম্প

পৃথিবীর ইতিহাসে নতুন রেকর্ড গড়ার পথে এনভিডিয়া

পাকিস্তানে আফগান শরণার্থীদের ঘরবাড়ি ধ্বংস করছে সেনাবাহিনী

আপা আর ফিরছেন না, নেতৃত্বের বাইরে শেখ পরিবার

১৩ বছর ধরে নিখোঁজ যে সাংবাদিককে খুঁজছেন তার মা

আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে ইসরাইলি সেনাদের