যুক্তরাষ্ট্রের পুনরায় পারমাণবিক পরীক্ষা চালানোর সম্ভাবনার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা ভেঙে নতুন করে পারমাণবিক পরীক্ষা শুরু করে, তবে রাশিয়া সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্য আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে এমন মন্তব্য করেন পেসকভ। যেখানে রুবিও জানিয়েছেন, ওয়াশিংটনের নতুন নির্দেশিকায় ডেলিভারি সিস্টেম–সহ পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকতে পারে। এর আগে ২৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দেন।
যদিও রুবিও স্পষ্টভাবে পূর্ণ-স্কেল পরীক্ষার কথা নিশ্চিত করেননি, তবুও মস্কো যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে পরীক্ষার নিষেধাজ্ঞা থেকে সরে আসার ইঙ্গিত বলেই মনে করছে।
পেসকভ বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৫ নভেম্বরের নির্দেশ ছিল পরীক্ষার প্রস্তুতি শুরুর জন্য নয়, বরং বর্তমান মার্কিন কার্যক্রমের আলোকে সম্ভাব্য প্রস্তুতির যৌক্তিকতা পর্যালোচনা করা।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু আরআইএ নভোস্তিকে জানান, রুশ সংস্থাগুলো ইতোমধ্যে সম্ভাব্য প্রতিক্রিয়ার মডেলিং শুরু করেছে। তিনি বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো দুর্বল হয়ে পড়ায় রাশিয়া বসে থাকতে পারে না।
শোইগু অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষার বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি এবং রাশিয়া আশা করে যে ওয়াশিংটন দীর্ঘদিনের পরীক্ষা-নিষেধাজ্ঞা চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করবে। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তবে কোনো অবস্থাতেই নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে দেবে না।