হোম > বিশ্ব

গাজা থেকে ১৫ হাজার রোগীকে বিদেশে নেয়া জরুরি: ডব্লিউএইচও

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

যুদ্ধবিরতি চুক্তির আওতায় গুরুতর অসুস্থদের গাজা থেকে বিদেশে সরিয়ে নেয়ার অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ আহ্বান জানিয়েছেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। খবর আল জাজিরার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানান, গাজা থেকে গুরুতর অসুস্থ ৪১ জন এবং তাদের ১৪৫ জন সঙ্গীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কাজ শুরু হয়েছে। আরো ১৫ হাজার রোগীকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়া জরুরি, তাদের মধ্যে রয়েছে তিন হাজার ৮০০ শিশু।

যুদ্ধবিরতি চুক্তিতে লোকজনের চলাচলের অনুমতি থাকলেও ইসরাইল গাজা এবং মিশরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ করে রেখেছে। এরফলে গুরুতর অসুস্থদের দেশের বাইরে নেয়া কঠিন হয়ে পড়েছে।

এরআগে তিনি সতর্ক করে বলেছিলেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে।

বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে তিনি বলেন, গাজা উপত্যকার জনসংখ্যার জটিল চাহিদা মেটাতে ত্রাণের পরিমাণ ব্যাপক মাত্রায় বাড়াতে হবে।

গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরাইল গাজায় আরো চিকিৎসা সরবরাহ এবং অন্যান্য ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে। তবে ডব্লিউএইচও প্রধান বলছেন, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য এগুলো প্রয়োজনের চেয়ে কম।

পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দুর্ভিক্ষ, ভেঙে পড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামো ধ্বংসের ফলে রোগবালাইয়ের কবলে পড়েছে গাজাবাসী।

তিনি আরো বলেন, এ ছাড়া গাজায় মানবিক সাহায্যের প্রবেশাধিকার সীমিত। এটি একটি অত্যন্ত মারাত্মক সংমিশ্রণ, যা পরিস্থিতিকে আরো বিপর্যয়কর করে তোলে।

আরএ

আবারো রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা, তীব্র নিন্দা চীনের

বিশ্ববাজারে তেলের দাম এক লাফে ৩ শতাংশ বেড়েছে

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণে ইইউ নিষেধাজ্ঞায় সমর্থন দেবে ইতালি

ফিলিস্তিন নিয়ে ওমান সুলতানের সঙ্গে যে আলোচনা হলো এরদোয়ানের

ইসরাইলকে নিষেধাজ্ঞা দিতে ইহুদিদের আহ্বান

আইওসির চাপেও ইসরাইলি জিমন্যাস্টদের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া

ইউক্রেনকে ১৫০টি গ্রিপেন যুদ্ধবিমান দিচ্ছে সুইডেন

আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, গ্রেপ্তার ২৩

পাকিস্তান-আফগানিস্তানের মাঝে ডুরান্ড লাইন কী, কেন এ নিয়ে বিতর্ক?

নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদুৎহীন লাখো মানুষ