সুইজারল্যান্ডের আল্পাইন স্কি রিসোর্ট শহর ক্র্যানস মন্টানায় একটি বারে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরার।
তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। তিনি বলেন, লে কনস্টেলেশন নামে একটি বারে রাতে ১টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। বারটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই জড়ো হয়েছিলেন সেখানে।
সুইস গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে এবং কাছাকাছি জরুরি পরিষেবাও রয়েছে।
আরএ/এসআই