হোম > বিশ্ব

সিরিয়ার প্রেসিডেন্ট শারাকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা রয়টার্স

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘সন্ত্রাসী’ তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ সন্ত্রাসী তালিকা থেকে তার নাম তুলে নেয়। আগামী সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন শারা। এরআগেই তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।

এরআগে আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ।

আহমেদ আল-শারা এক সময় আল-কায়েদার সঙ্গে যুক্ত হায়াত আল-শামের নেতা নিলেন। ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। গত জুলাইয়ে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হায়াত আল-শামকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।

গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করেন আহমেদ আল-শারা।

গত মে মাসে সৌদি আরবে এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প প্রথমবারের মতো আল-শারার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি আসাদ শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।

গত বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদেরকে নিষেদাজ্ঞার তালিকা থেকে বাদ দিতে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটিতে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য পক্ষে ভোট দেয়। আর চীন ভোটদানে বিরত ছিল।

সিরিয়ার ওপর থেকে নিষেদাজ্ঞা তুলে নিতে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

আরএ

গাজায় মৃত ৬৯ হাজার ছাড়িয়েছে, ধ্বংসস্তূপে এখনো লাশ

১৫ দিনে আফগানিস্তানে ফিরেছে দেড় লাখ শরণার্থী, নেপথ্যে কী

গণহত্যা ঢাকতে চ্যাটজিপিটি-গির্জা, কোটি ডলারের খেলা

নিউইয়র্কে মামদানির জয়ে ইসরাইলে উদ্বেগ

লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানাল ইইউ

এবার এক ভিসায় জিসিসি ভুক্ত ছয় দেশ ভ্রমণ

রাজধানী তেহরানে পানি সরবরাহ সীমিত করতে যাচ্ছে ইরান

মামদানিকে যেভাবে বাধাগ্রস্ত করতে পারেন ট্রাম্প

মার্কিন নাগরিক হয়েও ইসরাইলি কারাগারে বন্দি কিশোর

তুরস্কে পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬