হোম > বিশ্ব

আলোচনা ব্যর্থ হলে আগানিস্তানের সঙ্গে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি পাকিস্তানের

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে তুরস্কে বৈঠক করছেন পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আর এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, এই প্রচেষ্টা ব্যর্থ হলে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হতে পারে। খবর আল জাজিরার।

শনিবার থেকে শুরু হওয়া এই আলোচনা আজও (রোববার) চলবে বলে আশা করা হচ্ছে। এরআগে প্রতিবেশী দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়। সেই চুক্তি কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে তুরস্কে আলোচনা করছে দু’পক্ষ।

শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর শিয়ালকোট থেকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের কাছে বিকল্প আছে, যদি কোনো সমঝোতা না হয়, তাহলে তাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘কিন্তু আমি দেখেছি যে তারা শান্তি চায়।’

খাজা মোহাম্মদ আসিফ বলেন, চুক্তি হওয়ার পর গত চার থেকে পাঁচ দিনে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।

আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব তুরস্কে তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তবে পাকিস্তান তাদের প্রতিনিধিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আলোচনায় আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে।

চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের মাঝে সংঘর্ষ শুরু হয়। ওই সময় ইসলামাবাদ অভিযোগ করে জানায়, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমনে ব্যর্থ হচ্ছে তালেবান সরকার।

এরপর পাকিস্তান সীমান্তের ওপারে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পার্শ্ববর্তী আরেকটি প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তানের এই হামলার পর উভয়পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে।

আরএ

যুক্তরাষ্ট্রের গোপন অভিযান মোকাবেলায় সামরিক মহড়া ভেনেজুয়েলার

সেনাবাহিনীকে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরাইলের

গাজার আকাশে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন

‘ইসলামোফোবিয়ার’ বিরুদ্ধে ‍শক্ত অবস্থান মামদানির

মালয়েশিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

মালয়েশিয়ায় বিমানবন্দরে নাচলেন ট্রাম্প

ফিলিস্তিন-ইসরাইলের মাঝে খ্রিষ্টান রাষ্ট্র চান ট্রাম্পের সাবেক উপদেষ্টা

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি সই

১৪ বছরের প্রচেষ্টায় আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর

আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট ক্যাথরিন কনলি