হোম > বিশ্ব

ভালো প্রতিবেশী ও খারাপ প্রতিবেশীর মধ্যে স্পষ্ট পার্থক্য করে দিল্লি: জয়শঙ্কর

আমার দেশ অনলাইন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ প্রসঙ্গে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চেন্নাইয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জানান, নয়াদিল্লি প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে স্পষ্টভাবে তাদের আচরণ ও সম্পর্কের ধরন বিবেচনা করে নীতি নির্ধারণ করে।

অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, ভারত “ভালো প্রতিবেশী” ও “খারাপ প্রতিবেশী”-এর মধ্যে পরিষ্কার পার্থক্য করে দেখে। তাঁর ভাষায়, যেসব দেশ ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে, সংকটে ভারত তাদের পাশে দাঁড়ায়। এ প্রসঙ্গে তিনি টিকা কূটনীতি, অর্থনৈতিক সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে সহযোগিতার উদাহরণ তুলে ধরেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার কয়েক দিনের মধ্যেই দেওয়া এই বক্তব্যে তিনি আরও বলেন, যেসব দেশ ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদে মদত দেয় বা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠে, তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ভারতের প্রতিবেশী নীতি আবেগ নয়, বরং সাধারণ বোধ ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত।

পাকিস্তানের ক্ষেত্রে ভারতের কঠোর অবস্থান এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারতের সহায়তার কথা উল্লেখ করে জয়শঙ্কর ইঙ্গিত দেন, প্রতিবেশী দেশের আচরণই নির্ধারণ করে ভারতের নীতির ধরন।

বাংলাদেশ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, ভারতের দৃষ্টিতে আঞ্চলিক সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক আস্থা, সহযোগিতা ও নিরাপত্তা। জয়শঙ্করের কথায়, অধিকাংশ প্রতিবেশী দেশই বোঝে যে সহযোগিতার পথেই সবার জন্য লাভ নিহিত।

এসআর

ইমরান খানকে সমর্থন করায় পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

লেবাননে শান্তিরক্ষীদের দিকে ইসরাইলি সেনার গোলাবর্ষণে জাতিসংঘের নিন্দা

মামদানির অভিষেককে নিজেদের বিজয় হিসেবে উদযাপনের আহ্বান

২০২৫ সালে মৃত্যুদণ্ডে সৌদি আরবের নতুন রেকর্ড, ৩৫৬ জনের ফাঁসি কার্যকর

জলবায়ু পরিবর্তনের প্রভাব, ২০২৫ ছিল যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর

আসাম থেকে তিন মাসে দুই হাজার জনকে বাংলাদেশে পুশ ইন

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

সৌদির ‘শান্তিপূর্ণ অভিযানে’ ইয়েমেনে সাতজন নিহত

ইরান বিক্ষোভ ঘিরে ট্রাম্পের হুমকি, পাল্টা সতর্কবার্তা তেহরানের

গাজা সংকট নিয়ে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করবেন এরদোয়ান