রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২৮ দফা পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউক্রেনের মিত্র দেশগুলো। ইউরোপীয় এবং অন্যান্য পশ্চিমা নেতারা বলছেন, এই পরিকল্পনা যুদ্ধ শেষ করার জন্য আলোচনার ভিত্তি হতে পারে, তবে এ বিষয়ে আরো কাজ করার প্রয়োজন রয়েছে। খবর আল জাজিরার।
শনিবার জাপান ও কানাডার নেতা একটি যৌথ বিবৃতিতে বলেন, বলপ্রয়োগের মাধ্যমে সীমানা পরিবর্তন করা উচিত নয়।
তারা আরো বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আকার ছোট করার বিষয়ে যে প্রস্তাব দিয়েছে, তা উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ এরফলে ভবিষ্যতে ইউক্রেন আক্রমণের ঝুঁকিতে থাকবে।’
আজ (রোববার) যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফও বৈঠকে অংশ নেবেন। যুক্তরাজ্যের পক্ষে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল।
এরআগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করেছে ইউক্রেন।’
তবে শনিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পরিকল্পনাটি কিয়েভের জন্য তার চূড়ান্ত প্রস্তাব নয়।
এ সময় ট্রাম্প আরো বলেন, ‘যেকোনো উপায়ে এ যুদ্ধের অবসান ঘটাতে হবে। আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি।’
দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলনে শনিবারের যৌথ বিবৃতিতে কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, স্পেন, যুক্তরাজ্য, জার্মানি এবং নরওয়ের নেতারা স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে ইইউর দুই শীর্ষ কর্মকর্তাও ছিলেন।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি যে খসড়াটিতে আরো কাজ করা প্রয়োজন। ভবিষ্যতে যাতে শান্তি টেকসই হয় তা নিশ্চিত করার জন্য আমরা অলোচনার জন্য প্রস্তুত। আমরা নীতি স্পষ্ট, আর তাহলো বলপ্রয়োগের মাধ্যমে সীমান্ত পরিবর্তন করা উচিত নয়।’
এতে আরো বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আকার ছোট করার প্রস্তাব নিয়েও আমরা উদ্বিগ্ন, যা ইউক্রেনকে ভবিষ্যতে আক্রমণের ঝুঁকিতে ফেলবে।’
আরএ