হোম > বিশ্ব

মধ্যপ্রাচ্যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মধ্যপ্রাচ্যে দারুণ কিছু ঘটনার প্রকৃত সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোষ্টে তিনি একথা বলেন। তবে তিনি এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এই প্রথমবারের মতো বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, যার জন্য সবাই প্রস্তুত। আমরা এটা সম্পন্ন করবো।’

সামাজিকমাধ্যমে পোস্টের পর ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, ‘আরব দেশগুলো এই বিষয়ে অসাধারণ কাজ করেছে। হামাস তাদের সাথে আসছে। আরব বিশ্বের প্রতি তাদের ব্যাপক শ্রদ্ধা রয়েছে।’

তিনি বলেন, ‘আরব বিশ্ব শান্তি চায়, ইসরাইল শান্তি চায় এবং বিবি (নেতানিয়াহু) শান্তি চায়।’

ট্রাম্প আরো বলেন, তার লক্ষ্য কেবল গাজায় যুদ্ধ বন্ধ করা নয়, বরং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা।

এদিকে, হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রোববার নিউইয়র্কে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন।

এরআগে গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ মুসলিম দেশের নেতাদের সাথে বৈঠক করেন ট্রাম্প।

তুরস্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং জর্ডানের নেতাদের সাথে বৈঠকে মূলত গাজা সংঘাত এবং শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়।

ট্রাম্প গাজা যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তি নিশ্চিত করা এবং হামাসকে বাদ দিয়ে এই অঞ্চলকে শাসনকাজ পরিচালনা করাসহ ২১-দফা পরিকল্পনা উপস্থাপন করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, তিনি পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার অনুমতি দেবেন না।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা