হোম > বিশ্ব

ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে কাজাখস্তান

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইসরাইল

ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইসরাইলের।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম দেশ হিসেবে এই চুক্তিতে যোগ দিচ্ছে কাজাখস্তান। ট্রাম্প জানান, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার ফোনে কথা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এটি বিশ্বজুড়ে সম্পর্কের সেতু বন্ধনে ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।

তিনি জানান, ‘শিগগিরিই আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করা হবে। স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য আরো অনেক দেশ এই চুক্তিতে যোগ দেয়ার চেষ্টা করছে।’

ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তানকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করলে এই উদ্যোগ গতি ফিরে পাবে।

১৯৯২ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কাজাখস্তান। ২০১৬ সালে দেশটিতে ভ্রমণও করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া, তেলআবিবের সাথে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির।

আব্রাহাম চুক্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালে প্রথম মেয়াদে স্বাক্ষরিত চুক্তি, যা ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত হয়েছিল।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা