হোম > বিশ্ব

সোমালিল্যান্ডের স্বীকৃতি অবৈধ-উস্কানিমূলক: পাকিস্তান

আমার দেশ অনলাইন

সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়ায় ইসরাইলের নিন্দা জানিয়েছে পাকিস্তান। এই পদক্ষেপকে ‘উস্কানিমূলক ও অবৈধ’ বলে অভিহিত করেছে ইসলামাবাদ। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা ক্ষুন্ন করার যেকোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়েছে। সেইসঙ্গে সোমালিয়ার ফেডারেল প্রজাতন্ত্রের তথাকথিত সোমালিল্যান্ড অঞ্চলের স্বাধীনতা স্বীকৃতি দেয়ার বিষয়ে ইসরাইলের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের অবৈধ এবং উস্কানিমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি কেবল ভ্রাতৃপ্রতিম দেশ সোমালিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্যই নয়, বরং সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের যেকোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করতে এবং বৃহত্তর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষুন্ন করা থেকে ইসরাইলকে বিরত রাখার আহ্বান জানিয়েছে।

সেইসঙ্গে সোমালিয়ার ‘সার্বভৌমত্ব, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্পূর্ণ সমর্থন’ প্রকাশ করেছে ইসলামাবাদ ।

বৃহস্পতিবার ইসরাইল প্রথম দেশ হিসেবে হিসেবে আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে সোমালিল্যান্ড। এরপর থেকে স্বাকৃতি পাওয়ার চেষ্টা করে আসছে তারা।

আরএ

লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে শিখ-বিজেপি সমর্থকদের সংঘর্ষ

লন্ডনজুড়ে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার

রুশ হামলায় কিয়েভে ১০ লক্ষাধিক ঘরবাড়ি বিদ্যুৎহীন

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু

নুসানতারা: ইন্দোনেশিয়ার ১০ মিনিটের শহর

নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে : মিয়ানমার জান্তা প্রধান

ইসরাইলে হামলা নিয়ে হামাসের নথি প্রকাশ, কী আছে তাতে

দুই বছরে আসামে মুসলিম জনসংখ্যা হবে ৪০ শতাংশ

কঙ্গোর ওপর ভিসা বিধিনিষেধ আরোপ যুক্তরাজ্যের

তুষারে ঢাকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়